- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস নির্বাচিত হয়েছেন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে। ৭ সদস্যের বিচারক দলের নেতৃত্ব দেবেন কোরীয় নির্মাতা না হং-জিন। ইতিমধ্যেই উৎসবের সব বিভাগের সিনেমার নাম ঘোষণা করা হয়েছে, এবার ঘোষণা করা হলো বিচারক প্যানেলের নাম।
নন্দিতা দাস বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন। তিনি দুবার কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে কাজ করেছেন। ২০০৫ সালে কানের প্রধান বিভাগের বিচারক এবং ২০১৩ সালে সিনেফন্ডেশন অ্যান্ড শর্টফিল্ম বিভাগের বিচারক ছিলেন। এছাড়া তিনি কার্লোভি ভেরি, মরক্কো, সাংহাইসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে বিচারকের ভূমিকায় ছিলেন।
বুসানের প্রতিযোগিতা বিভাগে বিচারকেরা বুসান অ্যাওয়ার্ডসহ পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করবেন। নন্দিতা দাস ছাড়াও প্যানেলে রয়েছেন কোরীয় অভিনেত্রী হান হিয়ো-জু, হংকংয়ের অভিনেতা নি লিউং কা-ফাই, যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা কোগোনাদা, ইন্দোনেশিয়ার প্রযোজক উলিয়া ইভিনা ভারা এবং ইরানের নারী নির্মাতা মারজিয়ে মেশকিনে।
অভিনেত্রী হিসেবে নন্দিতা দাসের ক্যারিয়ার তিন যুগের বেশি। তিনি ‘ফায়ার’, ‘আর্থ’, ‘বাবন্দর’, ‘আমার ভুবন’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং পেয়েছেন এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ারসহ বহু সম্মাননা।
পরিচালক হিসেবে নন্দিতা দাসের প্রথম সিনেমা ‘গুজরাট দাঙ্গা’, এবং ২০১৮ সালে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে ‘মান্টো’ সিনেমা অফিশিয়াল মনোনয়ন পেয়েছিল। সিনেমা মান্টোতে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনয় করেছেন।
বুসানের প্রতিযোগিতা বিভাগে এবার নির্বাচিত হয়েছে এশিয়ার ৭ দেশের ১৪টি সিনেমা, যেখানে সমসাময়িক ও প্রাসঙ্গিক এশীয় গল্পগুলো উঠে এসেছে। ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।