Wednesday, January 21, 2026

বিসিবিকে এক দিনের আল্টিমেটাম আইসিসির, বাংলাদেশ না খেললে বিকল্প পরিকল্পনা


ছবিঃ বাংলাদেশ ক্রিকেট টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অবস্থান এখনও চূড়ান্ত না হওয়ায় বিকল্প পরিকল্পনার পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতে না পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকলে তাদের পরিবর্তে অন্য একটি দল অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আইসিসি।

নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি সম্প্রতি আইসিসিকে জানায়, ভারতে দল পাঠানো নিয়ে তারা অনিশ্চিত। এই প্রেক্ষাপটে আজ আইসিসির বোর্ডসভায় বিষয়টি উত্থাপিত হয়। সভায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল রাখার প্রস্তাব গৃহীত হয় বলে জানা গেছে।

তবে সিদ্ধান্তটি কার্যকর করার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবিকে চূড়ান্ত মতামত জানাতে বলা হয়েছে। এ জন্য আইসিসি এক দিনের সময়সীমা নির্ধারণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে স্পষ্ট সিদ্ধান্ত না এলে বিকল্প দল অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য জানিয়েছে। পরিস্থিতির ওপর এখন নিবিড় নজর রাখছে ক্রিকেট বিশ্ব।

এদিকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটাতে বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সিদ্ধান্ত যাই হোক, আসন্ন বিশ্বকাপের সূচি ও দলগঠন চূড়ান্ত করতে দ্রুত সমাধানের দিকে এগোতে চায় সংস্থাটি।

  

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন