Tuesday, October 14, 2025

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘আ থিং অ্যাবাউট কাশেম’ অস্কার কোয়ালিফায়িং উৎসবে গ্র্যান্ড প্রাইজ জয়


ছবিঃ ‘আ থিং অ্যাবাউট কাশেম’ (সংগৃহীত)

বাংলাদেশি ছোট দৈর্ঘ্যের ছবি ‘আ থিং অ্যাবাউট কাশেম’ আন্তর্জাতিক অস্কার কোয়ালিফায়িং উৎসব রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল-এ ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ জিতেছে। ১৭ মিনিট দৈর্ঘ্যের এই ছবির গল্প রচনা করেছেন স্বনামধন্য লেখক নুহাশ হুমায়ূন, এবং পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ।

নির্মাতা বিজন ইমতিয়াজ বলেন, “ছবির ফলাফল নিয়ে আমার মাথাব্যথা নেই। কেউ পছন্দ করলে ভালো, অপছন্দ করলে তাতে কিছু নেই।”

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সিনেমার গল্প কেন্দ্র করে মানুষের অন্তর্নিহিত ভিন্ন সত্তা এবং তার আবিষ্কারের পর জীবনে যে তোলপাড় শুরু হয়, তা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। অন্যান্য চরিত্রে দেখা যাবে মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু, তনুশ্রী কারকুন প্রমুখকে।

চিত্রনাট্য রচনা করেছেন নুহাশ হুমায়ূন, এবং গল্প নির্মাণে অংশ নিয়েছেন পরিচালক বিজন ইমতিয়াজ। প্রযোজনায় যুক্ত ছিলেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন।

এ বিজয়ে ছবিটি অস্কারের পথে আরও একধাপ এগিয়ে গেছে, যা বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য গৌরবের বিষয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন