- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
নতুন প্রযুক্তি প্রেমীদের জন্য অনার কোম্পানি এনেছে অনার প্লে ১০ মডেলের স্মার্টফোন। ফোনটি অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম-এ চলবে এবং এতে রয়েছে শক্তিশালী ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি ফোনটিতে সংযুক্ত ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি থাকায় চার্জ দ্রুত সম্পন্ন হয়, ফলে ব্যবহারকারীদের দীর্ঘ সময় চার্জ নিয়ে উদ্বিগ্ন হতে হয় না।
অনার বাংলাদেশ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলার সুবিধা দেয়।
ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমরি সংযুক্ত। এছাড়া দুটি রঙে বাজারে পাওয়া যাবে এই ফোন। অ্যান্ড্রয়েড লাইট সংস্করণ থাকায় একাধিক কাজ দ্রুত করা সম্ভব এবং গেম খেলার অভিজ্ঞতাও মসৃণ হয়।
ফোনটির বাজারমূল্য নির্ধারিত হয়েছে ১০,৯৯৯ টাকা।
এই নতুন মডেলের ফোনটি বিশেষভাবে যারা দীর্ঘব্যবহারযোগ্য ব্যাটারি এবং দ্রুত পারফরম্যান্স চান, তাদের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে।