Tuesday, October 14, 2025

আলিফের নৃত্যযাত্রা: দেশকে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য


ফাইল ছবিঃ মোফাসসাল আল আলিফ (সংগৃহীত)

যুক্তরাষ্ট্র: বাংলাদেশের নৃত্যশিল্পী মোফাসসাল আল আলিফ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেশকে প্রতিনিধিত্ব করে এক বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন। একক পরিবেশনায় তিনি লালন শাহের দুটি গানকে কেন্দ্র করে ‘ইন সার্চ অব ইউ’ শিরোনামের পরিবেশনা উপস্থাপন করেন। সাত মিনিটের এই পরিবেশনায় সমসাময়িক নৃত্যধারা ও বাংলার লোকজ ভাবনার এক অনন্য মিশ্রণ ফুটে ওঠে। আলিফ জানান, “এত বড় ও সম্মানজনক আয়োজনের মাধ্যমে দেশের সংস্কৃতি উপস্থাপন করতে পেরে গর্বিত বোধ করছি। পরিবেশনা শেষে দর্শকরা সংস্কৃতি সম্পর্কে জানতে চেয়েছেন, যা সত্যিই আনন্দদায়ক।”

শৈশব থেকে নৃত্যপ্রেম

ময়মনসিংহের এই ছেলে গ্রাম্য থিয়েটার ও যাত্রা দেখে নাচের প্রতি আকৃষ্ট হন। স্কুল ও কলেজ জীবনে নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন আলিফ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন জাহাঙ্গীরনগর থিয়েটারে যোগ দিয়ে তিনি নৃত্যের পথটি আরো সুগম করেন। নৃত্যশিক্ষা নেন নন্দনকলা কেন্দ্রের এম আর ওয়াসেকের কাছে এবং ইউটিউবের মাধ্যমে বিভিন্ন নাচের ধারা অন্বেষণ করেন।

উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি মুম্বাইয়ের তেরেন্স লুইস কনটেম্পোরারি ড্যান্স কোম্পানিতে বৃত্তি পান। সেখানে সমসাময়িক, জ্যাজ, ব্যালে, বলিউড হিপহপসহ বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৃত্যশৈলীর প্রশিক্ষণ নেন। এছাড়াও ইয়োগায় বিশেষ তালিম গ্রহণ করেন।

আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি

আলিফ দেশের বাইরে বহু আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়েছেন। ২০১৭ সালে থাইল্যান্ডে, ২০১৮ সালে মিসরে এবং ২০১৯ সালে তামিলনাড়ুতে সংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে তার নিজস্ব প্রযোজনায় ‘আই অ্যান্ড মাইসেলফ’ নামক পরিবেশনা নিয়ে পারফর্ম করেছেন শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। গত তিন বছরে দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্সসহ ২০টির বেশি দেশে নৃত্য পরিবেশন করেছেন।

নৃত্যশিক্ষার মাধ্যমে তরুণদের এগিয়ে নেওয়া

আলিফ ‘অ্যালিফিয়া ড্যান্স অ্যাটেলিয়ের’ নামে একটি নৃত্য স্কুল পরিচালনা করেন। এখানে আধুনিক নৃত্য শেখানো হয় এবং শিক্ষার্থীদের বৃত্তিও প্রদান করা হয়। তিনি বলেন, “আমার লক্ষ্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের নৃত্যশিল্পী হিসেবে গড়ে তোলা।”

তিনি নিজস্ব প্রফেশনাল দল ‘অ্যালিফিয়া স্কোয়াড’ পরিচালনা করেন, যা ২৬ জন সদস্য নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আলিফ বলেন, “তরুণদের নাচকে পেশা হিসেবে নিতে উৎসাহিত করতে এবং দলটিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে চাই।”

অর্জন ও সম্মাননা

আলিফ ২০১৮ ও ২০১৯ সালে অন্ধ্র প্রদেশের স্কুল অব থিয়েটার থেকে ‘কালাজেভা’ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তামিলনাড়ু থেকে ‘নৃত্যকলা রত্ন’ সম্মান পান। এছাড়া ২০১৮ সালে মুম্বাই থেকে ‘নৃত্য তরঙ্গিনী’ পুরস্কার লাভ করেন। ২০১৬–২০১৮ পর্যন্ত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

আলিফের এই সফলতা দেশের নৃত্যশিল্পে নতুন সম্ভাবনার সূচনা করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে পরিচিতি দেয়ার একটি শক্তিশালী উদাহরণ হয়ে উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন