Tuesday, October 14, 2025

আবুধাবিতে মধ্যপ্রাচ্যের প্রথম এনভিডিয়া এআই টেকনোলজি সেন্টার চালু


ফাইল ছবিঃ এনভিডিয়ার লোগো একটি গ্রাফিক্স কার্ডের প্যাকেজে দেখা যাচ্ছে। ছবি তোলা হয়েছে ১৯ আগস্ট ২০২৫ তারিখে। (সংগৃহীত । রয়টার্স/দাদো রুভিক/ইলাস্ট্রেশন )

স্টাফ রিপোর্টার | PNN: 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করেছে মধ্যপ্রাচ্যের প্রথম এনভিডিয়া এআই টেকনোলজি সেন্টার। প্রযুক্তি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এনভিডিয়ার যৌথ উদ্যোগে এই গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। সোমবার এক বিবৃতিতে টিআইআই এ তথ্য জানায়।

গবেষণাগারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরবর্তী প্রজন্মের মডেল ও উন্নতমানের রোবটিক্স প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এর আওতায় পরিবহন, লজিস্টিকস, জলবায়ু, জ্বালানি ও জিনোমিকসসহ নানা খাতে ব্যবহারিক উদ্ভাবন পরীক্ষামূলকভাবে চালানো হবে।

টিআইআই-এর প্রধান নির্বাহী নাজওয়া আরাজ জানান, এ উদ্যোগে প্রথমবারের মতো ‘থর চিপ’ ব্যবহার করা হবে, যা উন্নত রোবটিক সিস্টেম তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মানবাকৃতি রোবট, চার-পায়ের রোবট এবং রোবোটিক বাহু নিয়ে কাজ করছে।

টিআইআই হচ্ছে আবুধাবি সরকারের অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলের গবেষণা শাখা, যা দেশটিকে বৈশ্বিক এআই শক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে আমিরাত এ খাতে বিপুল বিনিয়োগ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

যৌথ গবেষণাগারের আলোচনাটি প্রায় এক বছর আগে শুরু হয়েছিল। উভয় পক্ষের বিশেষজ্ঞরা এখানে কাজ করবেন এবং এ প্রকল্পের জন্য নতুন কর্মীও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে টিআইআই।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন