Tuesday, October 14, 2025

ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, আটক দুই শতাধিক


ছবিঃ ফিলিপাইনের ম্যানিলায় মালাকানাং প্রেসিডেন্ট প্রাসাদ কমপাউন্ডে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ (সংগৃহীত । আল জাজিরা । অ্যারন ফ্যাভিলা/এপি ছবি )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতিবিরোধী বিক্ষোভে মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষে রোববার রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার সকালে আঞ্চলিক পুলিশ জানায়, মোট ২২৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ সমাবেশ শান্তিপূর্ণ হলেও আয়ালা ব্রিজ ও মেন্দিওলা এলাকায় সংঘটিত বিক্ষোভ “উসকানি ছাড়াই সহিংস রূপ নেয়”। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

সংঘর্ষে অন্তত ১৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন।

আল জাজিরার প্রতিবেদক বার্নাবি লো ম্যানিলা থেকে জানিয়েছেন, সোমবার সকালে শহরে স্বাভাবিকতা কিছুটা ফিরলেও পুলিশের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তদন্ত চলমান থাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ জারি করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, দুর্নীতিবিরোধী বিক্ষোভ আরও হতে পারে এবং সেগুলো অনিশ্চিত আকার ধারণ করতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন