- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
বাল্টিক সাগরের নিরপেক্ষ আকাশসীমায় প্রবেশ করা একটি রুশ গোয়েন্দা বিমানকে শনাক্ত করতে জার্মানির বিমানবাহিনী দুইটি ইউরোফাইটার যুদ্ধবিমান উড়িয়ে দেয়।
রোববার এক বিবৃতিতে জার্মান বিমানবাহিনী জানায়, ন্যাটোর নির্দেশে তাদের “কুইক রিঅ্যাকশন অ্যালার্ট ফোর্স” দ্রুত পদক্ষেপ নেয়। উড়োজাহাজটি কোনো উড়ান পরিকল্পনা ছাড়াই এবং রেডিও যোগাযোগ ব্যতীত আকাশে চলাচল করছিল। পরে জানা যায়, এটি একটি রুশ IL-20M রিকনাইস্যান্স বিমান।
চাক্ষুষ শনাক্তকরণের পর বিমানটিকে ন্যাটোর সুইডিশ অংশীদারদের কাছে হস্তান্তর করে জার্মান যুদ্ধবিমানগুলো নিজেদের ঘাঁটিতে ফিরে যায়।
ঘটনাটি এমন সময় ঘটল যখন আগামী মঙ্গলবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন নিয়ে ন্যাটোর নর্থ আটলান্টিক কাউন্সিল বৈঠকে বসতে যাচ্ছে। শুক্রবার তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে প্রায় ১২ মিনিট অবস্থান করে বলে অভিযোগ করেছে তালিন সরকার।
এদিকে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সোমবার সকালে জরুরি বৈঠক করবে রাশিয়ার এই “অভূতপূর্ব ও স্পষ্ট আকাশসীমা লঙ্ঘন” নিয়ে আলোচনা করার জন্য।