- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
গাজা উপত্যকায় ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৪ জন নিহত হয়েছেন গাজা শহরে, জানিয়েছে আল জাজিরার উদ্ধৃত চিকিৎসা সূত্র।
এদিকে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে বিশ্বনেতাদের এক সম্মেলন আহ্বান করা হয়েছে, যেখানে বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে। এমন পদক্ষেপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া আসতে পারে বলে আশঙ্কা রয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার স্পষ্টভাবে জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির জবাবে ইসরায়েল যেন অধিকৃত পশ্চিম তীরে দখল সম্প্রসারণ না করে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোত্তম উপায়।”
এদিকে গাজা শহরের আল-শিফা হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা জীবন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ান অ্যানেস্থেসিয়োলজিস্ট ড. সায়া আজিজ জানান, প্রতিদিন হাসপাতালের কাছে একাধিক বিস্ফোরণ হলেও অনেক চিকিৎসক পায়ে হেঁটে কয়েক ঘণ্টা পথ অতিক্রম করে হাসপাতালে আসছেন। তিনি বলেন, “প্রতিটি প্রাণ তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।”
চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হলেও গাজার মাটিতে হামলা ও মানবিক সংকট ক্রমেই তীব্রতর হচ্ছে।