Tuesday, October 21, 2025

১২ বছর পর ‘কলেজ ডেজ’-এ অভিনয়ের মাধ্যমে ছাত্র চরিত্রে ফিরলেন জোভান


ফাইল ছবিঃ জোভান। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

প্রায় ১২ বছর পর কলেজছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান। ‘কলেজ ডেজ’ নাটকে দীর্ঘ বিরতির পর টিনএজ চরিত্রে ফিরতে গিয়ে বিভিন্ন প্রস্তুতি নিতে হয়েছে তাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের চরিত্রেও পরিবর্তন আনা দরকার ছিল বলে মনে করছেন তিনি। ৩৩ বছর বয়সী জোভান বলেন, ‘‘আমার বয়স এখন ৩৩। বয়স বাড়ছে, সেটা আমাকেই মনে করিয়ে দিচ্ছে—এখন আর কলেজছাত্রের চরিত্রে অভিনয়ের সময় নয়। ভাবলাম, যেমন ক্রিকেটাররা অবসর নেয়, আমরাও তেমনি একেকটা চরিত্র থেকে অবসর নিতে পারি। এ ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, কলেজ ডেজ-ই হবে কলেজছাত্র হিসেবে আমার শেষ অভিনয়।’’

নাটকে ছাত্র চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রথমদিকে কিছুটা দোটানায় ছিলেন জোভান। দীর্ঘদিন পর এমন চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও উদ্বেগ ছিল। তবে, পরিচালক প্রবীর রায় তাকে সাহস দেন এবং অভিনয় করার জন্য উৎসাহিত করেন। জোভান জানান, ‘‘দীর্ঘ বিরতির পর এমন চরিত্রে মানিয়ে নিতে পারব কি না, তা নিয়ে চিন্তা ছিল। তবে, পরিচালক প্রবীরদা সাহস দিয়েছেন এবং আমি নিজের জায়গা থেকে চেষ্টা করেছি।’’ অভিনেতা আরও বলেন, ‘‘এমন চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে নিয়মিত জিম করতে হয়েছে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হয়েছে। এমনও হয়েছে, জিম থেকে সরাসরি শুটিংয়ে গেছি।’’

পরিচালক প্রবীর রায় জানান, ‘‘জোভানের জন্য এই চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং। প্রথমে সে এমন চরিত্রে ফিরতে চায়নি। তবে, গল্পের প্রয়োজনে ঝুঁকি নিয়েই তাকে নামতে হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘নাটকের জন্য বেশি সময় বা বাজেট পাই না, তবে দর্শকদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করেছি।’’ তিনি উল্লেখ করেন, ‘‘গল্পের প্রয়োজনেই জোভানকে চার-পাঁচ কেজি ওজন কমাতে হয়েছিল এবং লুক পরিবর্তন করার জন্য শুটিংয়ের বিরতি নিতে হয়েছে। আমরা চেয়েছি কলেজ ডেজ-কে যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে দর্শকের সামনে তুলে ধরতে।’’

নাটকটির অন্যান্য অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন ফারিয়া শাহরিন, সাদিয়া আয়মান, জোনায়েদ বোগদাদী, কিংকর আহসান ও আহমেদ দস্তগীর।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন