- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
তরুণ তারকা লামিনে ইয়ামালের চিকিৎসা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বার্সেলোনা। ক্লাবের দাবি, ফেডারেশনের অভিযোগ “সম্পূর্ণ ভিত্তিহীন” এবং সব চিকিৎসা-সংক্রান্ত তথ্য সময়মতো ও দায়িত্বশীলভাবে জানানো হয়েছিল।
ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইয়ামালের কুঁচকির চোটের জন্য রেডিওফ্রিকোয়েন্সি থেরাপি দেওয়ার পরও বার্সেলোনা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানায়নি। এতে জাতীয় দলের চিকিৎসক দল বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে। কোচ লুই দে লা ফুয়েন্তে পর্যন্ত মন্তব্য করেন, “এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি, এটা একেবারেই স্বাভাবিক নয়।”
অন্যদিকে, বার্সেলোনা জানিয়েছে, বেলজিয়ান বিশেষজ্ঞ ডা. আর্নেস্ট শিল্ডার্সের তত্ত্বাবধানে ইয়ামালের চিকিৎসা সম্পন্ন হয়। ক্লাবের বিবৃতিতে বলা হয়, “চিকিৎসা সম্পন্ন হওয়ার পরপরই বিস্তারিত প্রতিবেদন ফেডারেশনের মেডিকেল টিমকে পাঠানো হয়েছিল। আমরা সব সময় স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে কাজ করেছি।”
ক্লাবটি আরও জানায়, সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের পরদিন, অর্থাৎ ১০ নভেম্বর থেরাপিটি সম্পন্ন হয় এবং ইয়ামালের অবস্থা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। “তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়া সন্তোষজনকভাবে চলছে, কোনো জটিলতা নেই,” দাবি করেছে বার্সা কর্তৃপক্ষ।
এই ঘটনার ফলে আবারও উত্তেজনা বেড়েছে বার্সেলোনা ও স্প্যানিশ ফেডারেশনের মধ্যে। এর আগে সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলার সময় ইয়ামালকে ব্যথানাশক ইনজেকশন দেওয়ার অভিযোগ তুলেছিল বার্সা, যা পরে ক্লাব ও ফেডারেশনের সম্পর্ক আরও খারাপ করে তোলে।
এদিকে, ১৮ বছর বয়সী ফরোয়ার্ডটি বর্তমানে ক্লাবের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তিনি সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও, কোচ লা ফুয়েন্তে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেন এবং ক্লাবে ফেরত পাঠান।
চলমান ফিফা উইন্ডোতে স্পেন দুটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে—১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে ও ১৮ নভেম্বর তুরস্কের বিপক্ষে। তবে ইয়ামালকে ছাড়া দল নামতে হচ্ছে, যা তরুণ এই প্রতিভাকে ঘিরে বিতর্ককে আরও গভীর করেছে।