Friday, December 5, 2025

নেপালের বিপক্ষে আজ প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ


ছবিঃ বাংলাদেশ ফুটবল টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আজ বৃহস্পতিবার রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। প্রীতি ম্যাচ হলেও এটিকে প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায়।

নেপাল দল ইতোমধ্যে ঢাকায় এসে অনুশীলনও শেষ করেছে। যদিও ম্যাচটি নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না দর্শকদের মধ্যে। বাফুফে সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক জামাল ভূঁইয়া ও তরুণ তারকা সামিত সোমদের মাধ্যমে টিকিট বিক্রির আহ্বান জানিয়েছে, তবুও প্রত্যাশিত সাড়া মেলেনি। অন্যদিকে, আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।

বাংলাদেশ কোচ কাবরেরা বলেন, “নেপালের ম্যাচ গুরুত্বপূর্ণ, তবে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমাদের কাছে মর্যাদার। ফলাফল আমাদের অবস্থান পরিবর্তন করবে না, কিন্তু ভারতকে হারানো মানে সমর্থকদের জন্য এক বিশাল জয়।”

সম্প্রতি হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করা ম্যাচের প্রসঙ্গ টেনে জামাল ভূঁইয়া বলেন, “আমরা নিজেদের ভুল বুঝেছি। মনে করেছিলাম খেলা শেষ, কিন্তু ফুটবল ৯৭ মিনিটও হতে পারে। এই শিক্ষা আমরা ভবিষ্যতে কাজে লাগাব।”

দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার জবাবে কোচ কাবরেরা শান্ত সুরেই বলেন, “সমালোচনা আসবেই। আমি সেটা মেনে নিচ্ছি। তবে আমি বিশ্বাস করি, সবাই দলের উন্নতি চায়। ২০২০ সালে ভুটানের বিপক্ষে শেষ জয়ের পর থেকে আমরা ধারাবাহিক জয় না পেলেও খেলোয়াড়দের মান ও মনোভাব অনেক উন্নত হয়েছে।”

হামজা চৌধুরী আজ নেপালের বিপক্ষে মাঠে নামবেন বলে নিশ্চিত করা হয়েছে, আর সামিত সোমের খেলার বিষয়টি ম্যাচের আগে চূড়ান্ত হবে। জামাল ভূঁইয়া বলেন, “কোচের ব্যাপারে সিদ্ধান্ত ফেডারেশনের। আমরা শুধু খেলোয়াড় হিসেবে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”

নেপালের বিপক্ষে জয় এখন বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ। কাবরেরা বলেন, “নেপাল ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক ধাপ। জয় পেলে সমর্থকরা কিছুটা হলেও খুশি হবেন। আর যারা বলছেন দর্শক আসছেন না কোচের কারণে—তাহলে ভারতের ম্যাচের টিকিট মিনিটেই বিক্রি হলো কীভাবে?”

আজ রাতে দেখা যাবে, বাংলাদেশ নিজেদের ভুলের শিক্ষা কাজে লাগিয়ে নেপালের বিপক্ষে কতটা শৃঙ্খলিত ও কার্যকর ফুটবল খেলতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন