Tuesday, October 14, 2025

ভিয়েতনামের কাছে হেরে হতাশ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ফুটবল কোচ কামাল বাবু


ছবিঃ কোচ কামাল বাবু (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল গ্রুপ পর্বের বাছাই খেলার প্রথম ম্যাচে বাংলাদেশ ০-২ গোলে হেরেছে ভিয়েতনামের কাছে। খেলা সরাসরি দেখেন ফুটবল কোচ কামাল বাবু, যিনি বাংলাদেশের তরুণ ফুটবলপ্রেমীদের পারফরম্যান্স দেখে গভীর হতাশা প্রকাশ করেন।

অনূর্ধ্ব-২৩ দলের কোচ সাইফুল বারী টিটু অসুস্থতার কারণে হাসপাতালে থাকায় খেলার দায়িত্ব সামলান সহকারী কোচ হাসান আল মামুন। ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা ভিয়েতনামের তরুণ ফুটবলারদের তুলনায় আক্রমণে কার্যকর হতে পারেননি। রিমন, জাহিদ, জায়ান আহমেদ, আকাশ, শাকিল আহাদ তপু, মজিবুর রহমান জনি ও কিউবা মিচেলরা তাদের সেরাটা দিতে ব্যর্থ হন।

হাসান আল মামুন বলেন, "আমরা আমাদের শক্তি অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী খেলতে চেয়েছিলাম। কিন্তু ভিয়েতনাম আমাদের প্ল্যান কার্যকর করতে দেনি। দুই উইং দিয়ে আক্রমণ চেষ্টা করলেও আমরা ফিনিশ করতে পারিনি।"

কামাল বাবু মনে করেন, বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের পারফরম্যান্স পরিকল্পনাহীন এবং অগঠিত ছিল। তিনি বলেন, "অন্যান্য দেশরা পরিকল্পনা নিয়ে এগোতে থাকে, আমাদের এখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। এটি স্পষ্ট যে এই দলের দায়িত্ব নিতে দুই কোচ কায়সার এবং জুলফিকার মাহমুদ মিন্টু রাজি হননি।"

কামাল বাবু আরও বলেন, "ফুটবল আমাদের রক্তে, আমরা বাঙালি। দেশের ফুটবল দেখে হৃদয় কাঁদে। শিক্ষাগত যোগ্যতা আর কোচিং ক্ষমতা দুইটা এক নয়। একজন সত্যিকারের কোচ হতে হলে অনেক শ্রম ও ত্যাগ প্রয়োজন।"

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এখন ভিয়েতনামের বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি বাড়াতে হচ্ছে, যাতে ভবিষ্যতে দেশের ফুটবলের জন্য ইতিবাচক ফলাফল আনা সম্ভব হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন