Tuesday, October 14, 2025

তরুণদের টানতে ফেসবুকে ফিরছে পুরোনো ‘পোক’ ফিচার


ছবিঃ সংগৃহীত । টেকক্রাঞ্চ

স্টাফ রিপোর্টার | PNN:

ফেসবুকের শুরুর দিকের অন্যতম আলোচিত ফিচার ছিল ‘পোক’—যার মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরকে ভার্চ্যুয়াল খোঁচা দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। দীর্ঘদিন প্রায় হারিয়ে যাওয়া এই ফিচার আবারও জনপ্রিয় হয়ে উঠছে তরুণ ব্যবহারকারীদের মধ্যে। এ কারণে মেটা এখন এটিকে ফেসবুক অভিজ্ঞতার কেন্দ্রীয় অংশ হিসেবে ফিরিয়ে আনছে।

নতুনভাবে ব্যবহারকারীরা সরাসরি প্রোফাইল পেজ থেকেই বন্ধুদের পোক করতে পারবেন। এতে নোটিফিকেশনের মাধ্যমে সেই ব্যক্তি সতর্কবার্তা পাবেন। এছাড়া facebook.com/pokes পাতায় গিয়ে দেখা যাবে কারা পোক করেছে, বন্ধুদের সঙ্গে মোট কতবার পোক বিনিময় হয়েছে, এমনকি ইচ্ছে করলে পাওয়া পোক উপেক্ষাও করা যাবে।

ফিচারটিতে এবার যুক্ত হয়েছে ‘পোক কাউন্ট’—বন্ধুদের সঙ্গে পোকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নামের পাশে আলাদা আইকন দেখা যাবে, যেমন আগুনের চিহ্ন বা শতক প্রতীক। মেটা আশা করছে, এটি তরুণদের কাছে আকর্ষণীয় হবে, যেহেতু তারা আগে থেকেই স্ন্যাপচ্যাট বা টিকটকের মতো অ্যাপে গ্যামিফিকেশন উপাদান ব্যবহার করে অভ্যস্ত।

ফেসবুক আগেও কয়েক দফায় পোককে সহজলভ্য করার চেষ্টা করেছে। ২০২৪ সালের মার্চে সার্চ ফিচারে পরিবর্তনের পর পোক ব্যবহারে হঠাৎ তেরো গুণ বৃদ্ধি লক্ষ্য করেছিল প্রতিষ্ঠানটি। এবার আরও সরাসরি প্রোফাইলভিত্তিক বাটন যুক্ত হওয়ায় ব্যবহার বাড়বে বলে আশা করছে মেটা।

তবে ফেসবুক কখনোই পোকের সুনির্দিষ্ট উদ্দেশ্য ব্যাখ্যা করেনি। কারও কাছে এটি মজা করার মাধ্যম, কারও কাছে ফ্লার্ট বা বিরক্ত করার উপায়। উদ্দেশ্য নির্ভর করবে ব্যবহারকারীর ওপরই।

বিশ্লেষকদের মতে, তরুণ ব্যবহারকারীদের ধরে রাখতে মেটা নানা উদ্যোগ নিয়েছে। কলেজভিত্তিক ফেসবুক ক্যাম্পাস প্রকল্প ২০২২ সালে বন্ধ হয়ে গেলেও, সাম্প্রতিক সময়ে জেন জেড প্রজন্মের জন্য নতুন রিডিজাইনসহ একাধিক পদক্ষেপ নিয়েছে। পোক ফিচারকে নতুনভাবে তুলে ধরা সেই প্রচেষ্টারই অংশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন