Monday, January 19, 2026

ভিসা জটিলতায় কর্মীদের বিদেশ ভ্রমণ না করার সতর্কবার্তা গুগল ও অ্যাপলের


ছবি: ভিসা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভিসাধারী কর্মীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল। ভিসা প্রক্রিয়ায় অস্বাভাবিক দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার কারণে আপাতত আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, গুগল ও অ্যাপলের পক্ষে কাজ করা অভিবাসন আইন প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ স্মারকের মাধ্যমে কর্মীদের সতর্ক করেছে। এতে বলা হয়েছে, যেসব কর্মীর যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের জন্য নতুন ভিসা স্ট্যাম্প প্রয়োজন, তাদের জন্য বিদেশ সফর ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ বর্তমানে ভিসা প্রক্রিয়ায় অপ্রত্যাশিত বিলম্ব দেখা যাচ্ছে।

একটি স্মারকে উল্লেখ করা হয়, সাম্প্রতিক পরিবর্তন ও অনিশ্চিত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ফেরার সময় দীর্ঘ বিলম্বের আশঙ্কা রয়েছে। তাই যাদের বৈধ এইচ-১বি ভিসা স্ট্যাম্প নেই, তাদের আপাতত দেশ ছাড়তে নিরুৎসাহিত করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে দূতাবাসগুলো প্রতিটি ভিসা আবেদন আগের চেয়ে আরও কঠোরভাবে যাচাই করছে। নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই এর কারণ বলে জানান তিনি।

এদিকে, ডিসেম্বর মাসে নিজ দেশে গিয়ে ভিসা নবায়নের জন্য আবেদন করা শতাধিক ভারতীয় পেশাজীবীর যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই–সংক্রান্ত নতুন শর্তের কারণে এ জটিলতা তৈরি হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের সেপ্টেম্বর মাসে গুগল ও অ্যাপলসহ বেশ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মীদের জন্য একই ধরনের সতর্কতা জারি করেছিল। সে সময় হোয়াইট হাউস এইচ-১বি ভিসা আবেদনের জন্য অতিরিক্ত ফি আরোপের ঘোষণা দেয়, যা নিয়েও প্রযুক্তি খাতে উদ্বেগ তৈরি হয়েছিল।

ভিসা প্রক্রিয়ায় এই অনিশ্চয়তা প্রযুক্তি খাতে কর্মরত অভিবাসী পেশাজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন