Friday, December 5, 2025

ভিনিসিয়ুসের আচরণে রিয়াল মাদ্রিদ অস্বস্তিতে, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান তারকা


ছবি: ভিনিসিয়ুস জুনিয়র। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে ৭২ মিনিটে জাবি আলোনসোর সিদ্ধান্তে মাঠ থেকে নামানো হলে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র ক্ষিপ্ত হন। মাঠে তার আচরণে কোচ এবং দলের অন্যান্য সদস্যদের অসন্তোষ দেখা দেয়। একই সঙ্গে ম্যাচ শেষে ভিনিসিয়ুসের বার্সা তারকা লামিনে ইয়ামাল ও জাতীয় দলের সতীর্থ রাফিনিয়ার সঙ্গে তর্কও অনেকে সমর্থন করেননি।

এল ক্লাসিকোর পর একদিনের বিশ্রামের পরে গতকাল রিয়াল মাদ্রিদ অনুশীলনে ফিরে আসে ভিনিসিয়ুস। অনুশীলনের আগে তিনি দলের কোচ, সতীর্থ এবং ক্লাব প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটবে না।

নিজের সোশ্যাল মিডিয়া ‘এক্স’ হ্যান্ডেলে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস লিখেছেন, "আমাকে মাঠ থেকে তুলে নেওয়ার পর আমার প্রতিক্রিয়ার জন্য সমস্ত মাদ্রিদিস্তার কাছে ক্ষমা চাইছি। অনুশীলনের সময় আমি আমার সতীর্থদের, ক্লাব এবং সভাপতির কাছেও ক্ষমা চেয়েছি। কখনো কখনো আবেগের প্রভাবে আমি এমন করি। আমি প্রতিজ্ঞা করছি, রিয়াল মাদ্রিদের জন্য প্রতিটি মুহূর্তে লড়াই চালিয়ে যাব, যেমনটি আমি প্রথম দিন থেকেই করে আসছি।"

স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, ভিনিসিয়ুসের আচরণে রিয়াল মাদ্রিদ কিছুটা ত্যক্ত-বিরক্ত। ক্লাবের পরিকল্পনা অনুযায়ী, যদি উপযুক্ত ক্রেতা পাওয়া যায়, তবে ২৫ বছর বয়সী এই তারকাকে ছেড়ে দেওয়ার বিষয়ও বিবেচনা করা হতে পারে।

ভিনিসিয়ুসের এ ক্ষমাপ্রার্থনার মাধ্যমে মনে করা হচ্ছে, তিনি আবারো দলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করতে চাইছেন এবং ভবিষ্যতে দলীয় সাফল্যের জন্য নিজেকে উৎসর্গ করতে ইচ্ছুক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন