- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়ারা স্বাগতিক ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।
পঞ্চম দিনে ৫৪৯ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ একেবারে ব্যর্থ হয়। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে লজ্জাজনক পরাজয়ের স্বীকৃতি দেয় স্বাগতিকরা। এটি ভারতের ঘরের মাঠে রান ব্যবধানে সবচেয়ে বড় পরাজয়।
দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার ছিলেন ম্যাচের নায়ক। অভিজ্ঞ এই অফ-স্পিনার ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধস নামিয়ে দেন। প্রথম টেস্টে দ্রুতগতির পিচে জিতে নেওয়ার পর দ্বিতীয় টেস্টেও ভারতকে স্পিনের খেলায় হারিয়ে প্রমাণ করল প্রোটিয়ারা তাদের প্রস্তুতি ছিল নিখুঁত ও পরিকল্পনামাফিক।
রবীন্দ্র জাদেজার ৫৪ রানের লড়াকু ইনিংস ছাড়া ভারতীয় ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি। তাকে কেশব মহারাজ স্টাম্পিংয়ে ফেরানোর পর ভারতীয় ইনিংস শেষ হয়ে আসতে আর বেশি সময় লাগেনি। শেষ উইকেট হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হলে বড় ব্যবধানে জয়ের উৎসবে মেতে ওঠে দক্ষিণ আফ্রিকা।
এর আগে প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০-৫ রানে ঘোষণা দিয়ে ভারতের সামনে রেকর্ড তাড়া করার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু ব্যাট হাতেই শুরু থেকে তারা অস্বস্তিতে পড়ে। দিনের শুরুতেই সাই সুধর্শন ও কুলদীপ যাদব জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি কেউই। হার্মারের ধারাবাহিক আক্রমণেই ভেঙে পড়তে থাকে ভারতের ব্যাটিং অর্ডার।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সেনুরান মুথুসামি দুর্দান্ত সেঞ্চুরি (১০৯) করে দলের বড় সংগ্রহে ভূমিকা রাখেন। আর বল হাতে দুর্দান্ত ছিলেন মার্কো জানসেন, যিনি ৬ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ৯৩ রানের ঝলমলে ইনিংস।