- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৮ নভেম্বর) ভারতের বিপক্ষে ১–০ গোলে জয় অর্জনের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য দুই কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
উপদেষ্টা পুরো খেলা স্থল থেকে দেখেছেন এবং ভারতের বিরুদ্ধে জয়ের পর খেলোয়াড়দের ড্রেসিংরুমে সরাসরি উপস্থিত থেকে উল্লাসে অংশগ্রহণ করেন। জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান জানান, “উপদেষ্টার ঘোষণা শুনে খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়েছেন। এটি তাদের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়াবে।”
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা নারী ফুটবল দলকেও দুই দফায় মোট দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় এক কোটি টাকা, এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা পুরস্কার পেয়েছিলেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। এবার একইভাবে ছেলেদের জাতীয় দলকেও পুরস্কারের ঘোষণা দেওয়া হলো।
এই জয়টি বাংলাদেশ জাতীয় দলের জন্য ২০২৫ সালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম জয়। চলতি বছরে দল মোট আটটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে। এর আগে জুনে ভুটানকে প্রীতি ম্যাচে হারানোর রেকর্ড ছিল।