Tuesday, October 14, 2025

তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিল স্পেন, মেরিনোর হ্যাটট্রিক উজ্জ্বল করল ইউরোপীয় চ্যাম্পিয়নদের জয়যাত্রা


ছবিঃ মিকেল মেরিনো তুরস্কের বিপক্ষে স্পেনের পঞ্চম গোল ও নিজের হ্যাটট্রিক উদযাপন করছেন। (সংগৃহীত । মুরাদ সেজার/রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক তুরস্কের মাঠে রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। রবিবার রাতের ম্যাচে মিকেল মেরিনোর দুর্দান্ত হ্যাটট্রিকের পাশাপাশি পেদ্রির জোড়া গোল ও ফেরান তোরেসের একক প্রচেষ্টায় ৬-০ ব্যবধানে জয় তুলে নেয় স্প্যানিশরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে অতিথিরা। মাত্র ছয় মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। ২২তম মিনিটে মেরিনো ব্যবধান দ্বিগুণ করেন এবং প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে দলকে তিন গোলের লিড এনে দেন।

বিরতির পরও থামেনি লা রোহা। ৫৩তম মিনিটে ফেরান তোরেসের দ্রুত পাল্টা আক্রমণে চতুর্থ গোল পায় স্পেন। এরপর মাত্র চার মিনিট পর মেরিনো দুর্দান্ত বাঁ-পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬২তম মিনিটে আবারও পেদ্রি গোল করে দলীয় ষষ্ঠ গোল নিশ্চিত করেন।

পুরো ম্যাচজুড়ে তুরস্ক ছিল নিষ্প্রভ। স্পেনের দ্রুত পাসিং আর ফিনিশিংয়ের জবাব খুঁজে পাননি স্বাগতিক রক্ষণের খেলোয়াড়রা। ফলে ম্যাচ শেষে তারা বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে বাধ্য হয়।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে রয়েছে স্পেন। সমান তিন পয়েন্ট নিয়ে তুরস্ক ও জর্জিয়া দ্বিতীয় স্থানে। এদিন জর্জিয়া ৩-০ গোলে বুলগেরিয়াকে হারায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন