Tuesday, October 14, 2025

ফ্রান্সে সংসদীয় অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু বিদায়, নতুন রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি


ছবিঃ সোমবার সংসদে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে, যাকে অনাস্থা ভোটে অপসারণ করেছে আইনপ্রণেতারা। ঋণের খরচ বাড়তে থাকায় ফ্রান্সের আর্থিক সংকট এখনো অমীমাংসিত রয়ে গেছে (সংগৃহীত । বেনোয়া তেসিয়ে/রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু মাত্র নয় মাসের মাথায় পদ হারালেন। সোমবার সংসদে অনাস্থা ভোটে তার বিরুদ্ধে ৩৬৪ ভোট পড়ে, যা সরকার পতনের জন্য প্রয়োজনীয় ২৮০ ভোটের চেয়ে অনেক বেশি। সমর্থনে ভোট দেন মাত্র ১৯৪ জন সাংসদ।

অজনপ্রিয় ৪৪ বিলিয়ন ইউরোর সাশ্রয় পরিকল্পনা পাস করাতে গিয়ে বাইরু নিজেই অনাস্থা ভোট ডাকেন। পরিকল্পনায় দুটি সরকারি ছুটি বাতিল ও সরকারি ব্যয় স্থগিত রাখার প্রস্তাব ছিল, যা সংসদ সদস্যদের বড় অংশ প্রত্যাখ্যান করেন।

বাইরুর পতনে ফ্রান্স আবারও রাজনৈতিক সংকটে পড়ল। গত ডিসেম্বরেই তার পূর্বসূরি মিশেল বার্নিয়ের একইভাবে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। তবে ধারাবাহিকভাবে তিনজন মধ্যপন্থী প্রধানমন্ত্রী ব্যর্থ হওয়ায় এবার ম্যাক্রোঁর বিকল্প কমে এসেছে। বিরোধী দলগুলোও ইঙ্গিত দিয়েছে, আবারও মধ্যপন্থী কাউকে বেছে নিলে তারা সঙ্গে সঙ্গে অনাস্থা প্রস্তাব আনবে।

রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে। ফরাসি সরকারি বন্ডের সুদের হার বেড়ে গেছে স্পেন, পর্তুগাল ও গ্রিসের চেয়েও বেশি, যেগুলো একসময় ইউরোজোন ঋণ সংকটের কেন্দ্র ছিল। আগামী শুক্রবার ফ্রান্সের ঋণমান অবনমন হলে অর্থনীতিতে আরও ধাক্কা লাগতে পারে।

বাইরু ভোটের আগে সাংসদদের বলেন, “সরকার নামিয়ে দিতে পারেন, কিন্তু বাস্তবতা মুছে ফেলতে পারবেন না। ব্যয় বাড়তেই থাকবে, আর ঋণের বোঝা আরও ভারী হয়ে উঠবে।”

অন্যদিকে, বামপন্থী রাজনৈতিক দলগুলো বুধবার দেশব্যাপী বিক্ষোভ ডাকার ঘোষণা দিয়েছে। শ্রমিক ইউনিয়নগুলোও ১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি নিয়েছে।

ফ্রান্সের এই রাজনৈতিক অস্থিতিশীলতা এমন এক সময়ে দেখা দিল, যখন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, প্যারিসের অস্থিরতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একপ্রকার রাজনৈতিক সুবিধা এনে দিচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন