Tuesday, October 14, 2025

তথ্যপ্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের কালো মেঘ: মাইক্রোসফটে ফের ৯,১০০ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা


ছবিঃমাইক্রোসফটের প্রধান কার্যালয় (সংগৃহীত । ইন্টারনেট)

তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের অনিশ্চয়তা যেন কাটছেই না। কোভিড-১৯ মহামারীর পর থেকেই বিশ্বের বহু বিখ্যাত প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে, আর এই তালিকায় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট বারবার শিরোনামে আসছে। লাভ বাড়ানোর আশায় এই মার্কিন বহুজাতিক সংস্থাটি আবারও বড় আকারের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম 'সিয়াটেল টাইমস' বুধবার (২ জুলাই) জানিয়েছে, মাইক্রোসফট এবার এক ধাক্কায় তাদের প্রায় ৪ শতাংশ কর্মীকে (আনুমানিক ৯,১০০ জন) ছাঁটাইয়ের নোটিশ দিতে চলেছে। যদিও এই বিষয়ে মাইক্রোসফটের কোনো মুখপাত্র এখনো মুখ খোলেননি।

'সিয়াটেল টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসেই মাইক্রোসফট বিভিন্ন বিভাগের প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছিল। এর আগেও গত বছর বেশ কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি। এই ছাঁটাইয়ের পর ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীর সংখ্যা দাঁড়িয়েছিল ২,২৮,০০০। এখন এই ৯,১০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সংস্থাকে আবারও আলোচনায় এনেছে। জানা গেছে, মূলত বিক্রয় বিভাগে (সেলস) কর্মরত কর্মীদের উপরই এই ছাঁটাইয়ের খড়গ নেমে আসতে চলেছে।

গত জুন মাসেই 'ব্লুমবার্গ নিউজ' এক প্রতিবেদনে জানিয়েছিল যে, মাইক্রোসফট আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা এবং ব্যয় সংকোচনই এই সিদ্ধান্তের মূল কারণ বলে সংস্থার শীর্ষ কর্মকর্তারা মনে করছেন। কোভিড মহামারীর পর অ্যামাজন, আইবিএম সহ আরও অনেক বড় প্রযুক্তি সংস্থা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। তবে, এত কর্মী ছাঁটাইয়ের পরেও বেশিরভাগ সংস্থার আর্থিক সংকট এখনো তেমন ফেরেনি, যা তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন