- ১৩ অক্টোবর, ২০২৫
জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে স্বাগতিক দল ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যুবারা দেশের জন্য আনন্দের সিজন উপহার দিয়েছে।
ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে বাংলাদেশ প্রতিটি দলের বিপক্ষে তিনবার করে খেলায় অংশ নেয়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ শতভাগ জয় অর্জন করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে একটিতে হেরেও বাকি দুটি ম্যাচে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছায় তারা।
ফাইনালে বাংলাদেশ ২৬৯ রানের শক্তিশালী ইনিংস খেলেছিল হারারে স্পোর্টস ক্লাব মাঠে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৩৬ রানে থেমে যায়। শেষ পর্যন্ত ৩৩ রানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে রিজান হোসেন, আব্দুল্লাহ, তামিম এবং রিফাত বেগরা দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। অধিনায়ক তামিম সর্বোচ্চ ১৮৬ রান সংগ্রহ করেন। রিজান ও রিফাত ১৮১ রান যোগ করেন। এছাড়া আব্দুল্লাহ ১৫৯, আবরার ১৩৮ ও কালাম ১৩৪ রান করেন।
বোলিংয়ে আল ফাহাদ ১৪ উইকেট নিয়ে আলো ছড়ান। অলরাউন্ডার রিজান ১০ উইকেট নেন। স্বাধীন, সামিউন বাশির, সানজিদ মজুমদার ও ইকবাল হোসেন ইমন সাতটি করে উইকেট শিকার করেন।
ত্রিদেশীয় সিরিজে এই সাফল্য বাংলাদেশের যুব ক্রিকেটের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।