Friday, December 5, 2025

ত্রিদেশীয় সিরিজে আজারবাইজানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল


ছবি: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতি নিচ্ছে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে আজ। সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশের দল। সিরিজের শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ আজারবাইজান। এই ম্যাচ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে।

শক্তিমত্তা এবং ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী ইউরোপের দেশ আজারবাইজান বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২-০ গোলে হারানো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আজারবাইজান দলের কোচ সিয়াসাত আসগারভ।

তিনি বলেন, “আগের ম্যাচগুলো বিশ্লেষণ করে আমরা খেলার ওপর ভিত্তি করে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিই। আমাদের প্রথম ম্যাচটি ছিল মালয়েশিয়ার সঙ্গে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাংলাদেশ ম্যাচেও একইভাবে কৌশল তৈরি করেছি।”

বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল ফলাফলের দিক থেকে নয়, বরং কৌশলগত ও মানসিক প্রস্তুতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের আগে নিজেদের সামর্থ্য যাচাই করতে এই সিরিজ খেলতে নামা দলটির লক্ষ্য স্পষ্ট: মাঠে শক্তি ও গতিশীলতা যাচাই করে সামনের বড় আসরের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন