Monday, January 19, 2026

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে ঢাকায় আসছেন আইসিসির এক প্রতিনিধি


ছবিঃ আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দুই কর্মকর্তার পরিবর্তে শেষ পর্যন্ত একজন প্রতিনিধি ঢাকায় আসছেন। আইসিসির ভারতীয় এক কর্মকর্তা বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা না পাওয়ায় সফরটি বাতিল হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছেন আইসিসির অ্যান্টি–করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকেই টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর এই উদ্বেগ আরও জোরালো হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় বিসিবি বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে।

পরবর্তীতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিকবার চিঠি আদান–প্রদান হলেও, আইসিসি ভেন্যু পরিবর্তনের বিষয়ে অনাগ্রহী—এমন তথ্যই বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি, ম্যাচ আয়োজনের ঝুঁকি এবং বিকল্প ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এ বিষয়ে বলেন, আইসিসির প্রতিনিধি ঢাকায় আসছেন—এটুকু নিশ্চিত। বৈঠকে বিসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই আলোচনা ক্রিকেট অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই বৈঠক থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে এবং বাংলাদেশের অবস্থান কতটা পরিবর্তিত হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন