- ১৩ অক্টোবর, ২০২৫
টেস্ট ক্রিকেট মানেই ধৈর্যের পরীক্ষা, কৌশলের লড়াই। এই ফরম্যাটে একজন অধিনায়কের কাজ শুধু ফিল্ডিং সাজানো নয়, পুরো ম্যাচের গতিপথই নির্ধারণ করতে হয় তাঁকে। তবে কিছু অধিনায়ক এমনও আছেন, যাঁরা শুধু কৌশলে নয়—বল হাতেও প্রতিপক্ষকে বশ মানিয়েছেন। প্রশ্ন উঠেছে, টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট কাদের দখলে?
সাধারণভাবে মনে হতে পারে, অধিনায়কত্ব করলে বোলিংয়ে মনোযোগ কমে যায়। কিন্তু ইতিহাস বলছে উল্টো কথা। একাধিক বোলার অধিনায়ক নিজের সময়ে ভয়ংকর ছিলেন বল হাতেও।
সবচেয়ে বেশি উইকেট নেওয়া টেস্ট অধিনায়কদের মধ্যে শীর্ষে আছেন ইমরান খান। পাকিস্তানের হয়ে ৪৮টি টেস্টে অধিনায়কত্ব করে তিনি নিয়েছেন ১৮৭ উইকেট। শুধু নেতৃত্ব নয়, তিনি ছিলেন পাকিস্তান বোলিং আক্রমণের প্রাণভোমরা।
তাঁর পরই আছেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। যদিও তিনি বেশি সময় অধিনায়ক ছিলেন না, তবুও অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর শিকার ছিল ১১১টি উইকেট।
তালিকায় রয়েছেন আরও:
রিচি বেনো (অস্ট্রেলিয়া) – অধিনায়ক হিসেবে ৬৩ উইকেট
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) – অধিনায়কত্বকালে ৭১ উইকেট
সম্প্রতি ভারতীয় অধিনায়ক রবিশচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের বেন স্টোকস-এর মতো অলরাউন্ডাররা বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উইকেট শিকারেও নজর কেড়েছেন। যদিও তাঁদের মোট সংখ্যা এখনো অতীতের কিংবদন্তিদের ছুঁতে পারেনি, তবে ধারাবাহিকতা থাকলে শীর্ষ তালিকায় প্রবেশ সম্ভব।
বোলাররা অধিনায়ক হলে অনেক সময় সমালোচনা হয়—তাঁরা কি নিজেদের অতিরিক্ত ব্যবহার করেন, নাকি অন্যদের কম সুযোগ দেন? কিন্তু যারা সাফল্য পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে দেখা গেছে, তাঁরা দলকেও সামনে রেখেছেন, নিজের পারফরম্যান্সেও রেখেছেন ধারাবাহিকতা।
টেস্ট অধিনায়কত্ব মানেই চাপ। আর সেই চাপের মধ্যেই কেউ যদি উইকেট শিকারে ধারাবাহিক থাকেন, সেটা নিঃসন্দেহে এক অনন্য কীর্তি। ইমরান খানের মতো নামগুলো শুধু পরিসংখ্যানে নয়, ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে দুর্দান্ত নেতৃত্ব ও পারফরম্যান্সের মেলবন্ধন দিয়ে।