- ১৩ অক্টোবর, ২০২৫
ট্রফির দিক থেকে তিনি ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলার। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা থেকে শুরু করে এমএলএস—জিতেছেন সবকিছু। মোট ৪৬টি ট্রফি হাতে তুলেছেন লিওনেল মেসি। তবে তাতেও পা টানছেন না এই আর্জেন্টাইন কিংবদন্তি। এবার তাঁর নজর নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ-এর দিকে, যেখানে ইন্টার মায়ামির হয়ে আরও একটি শিরোপা জয়ের সুযোগ অপেক্ষা করছে।
আগামীকাল রোববার ভোর ৬টায় (বাংলাদেশ সময়) ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেসির ইন্টার মায়ামি, প্রতিপক্ষ মিশরের জায়ান্ট ক্লাব আল আহলি। ম্যাচটি দিয়ে শুরু হবে মেসির নতুন অভিযাত্রা।
এবারই প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যা অনেকটা ফিফা বিশ্বকাপের কাঠামোয় অনুষ্ঠিত হবে—গ্রুপ পর্ব, নকআউট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। এ আয়োজনকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
মেসিও এর ব্যতিক্রম নন। প্রস্তুতি শেষ করে তিনি জানালেন নিজের অনুভূতির কথা, “এই টুর্নামেন্টটি বরাবরই চমৎকার। আগেও খেলেছি, তবে এবার অনুভূতিটা একেবারে আলাদা। নতুন দল, নতুন মঞ্চ—সবকিছু মিলিয়ে আমার জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ।”
মেসি এর আগে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন বার্সেলোনার হয়ে (২০০৯, ২০১১, ২০১৫)। সে সময় স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের কেন্দ্রীয় চরিত্র। কিন্তু এবার একেবারে নতুন দলের হয়ে, কম অভিজ্ঞ এক স্কোয়াড নিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়েই দলকে পথ দেখাতে হবে তাঁকে।
ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো বলেন, “মেসির মতো খেলোয়াড় থাকাটা শুধু মাঠে নয়, ড্রেসিং রুমেও অনুপ্রেরণার উৎস। সে নিজেই নিজের পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিতে জানে।”
যদিও বয়স ৩৭, তবু চেষ্টায় একটুও ঘাটতি রাখছেন না মেসি। অনুশীলনে যেমন নিবেদিত, তেমনি মাঠে নামার আগেও আত্মবিশ্বাসী। নিজের আশা সম্পর্কে বলেন, “আমি চাই, যেন এই ট্রফিটিও জিততে পারি। এটি হবে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি—তাতে অবদান রাখতে পারলে দারুণ লাগবে।”
বিশেষজ্ঞরা বলছেন, যদি মেসি এবারও ট্রফি জিততে পারেন, তাহলে শুধু ক্লাব বিশ্বকাপেই নয়, সামগ্রিকভাবে তিনি হয়ে উঠবেন ক্লাব ও জাতীয় পর্যায়ে সবচেয়ে ট্রফি জয়ী ফুটবলারদের মধ্যে অদ্বিতীয়। নতুন ক্লাব, নতুন দেশ, নতুন লিগ—সবকিছুর মাঝেও তাঁর অদম্য ট্রফি-ক্ষুধা ফুটবল ইতিহাসে বিরল দৃষ্টান্ত।