Tuesday, October 14, 2025

টেসলার শীর্ষ কর্মকর্তা ওমেড আফশারকে বরখাস্ত করলেন ইলন মাস্ক


ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, টেসলার উত্তর আমেরিকা ও ইউরোপের বিক্রয় ও উৎপাদন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওমেড আফশারকে সিইও ইলন মাস্ক বরখাস্ত করেছেন। মাস্কের অন্যতম শীর্ষ সহযোগী এবং ঘনিষ্ঠদের একজন ছিলেন আফশার।

আফশারকে কেন বরখাস্ত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাস্ক, আফশার বা টেসলা—কেউই এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। ব্লুমবার্গ নিউজ প্রথম আফশারের প্রস্থানের খবর প্রকাশ করে।

গত মঙ্গলবারও আফশার টেসলার রোবোট্যাক্সি সার্ভিসের সীমিত প্রচারে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছিলেন। ২৩ জুন তিনি লিখেছিলেন, "টেসলার জন্য এটি একটি ঐতিহাসিক দিন! ইলন, আমাদের সবাইকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ!"

আফশারের এই বিদায় এমন এক সময়ে ঘটল যখন টেসলার বিক্রয় প্রবৃদ্ধি কমে গেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে টেসলা কম গাড়ি বিক্রি করেছে, যা এক দশকেরও বেশি আগে ইভি (ইলেকট্রিক ভেহিকল) গণ-উৎপাদন শুরু করার পর এটিই তাদের প্রথম বার্ষিক পতন।

মাস্কের মার্কিন রাজনীতিতে জড়িয়ে পড়াও কোম্পানিকে সাহায্য করেনি, যদিও তিনি সম্প্রতি ট্রাম্প প্রশাসন ছেড়ে আসার অঙ্গীকার করেছিলেন। ২০২৫ সালের প্রথমার্ধেও বিক্রি তলানিতেই ছিল। প্রথম প্রান্তিকে কোম্পানির শিল্প-নেতৃত্বপূর্ণ মুনাফা আগের বছরের তুলনায় ৭১% কমেছে। মে মাসে ইউরোপীয় বিক্রি প্রায় ২৮% কমেছে। টেসলা আগামী সপ্তাহে দ্বিতীয় প্রান্তিকের বৈশ্বিক ডেলিভারি পরিসংখ্যান এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে আর্থিক ফলাফল প্রকাশ করবে।

আফশার টেসলার খুব একটা জনসমক্ষে আসা নির্বাহী ছিলেন না। তিনি ২০১৭ সালে কোম্পানিতে যোগ দেন এবং বহু বছর "সিইও'র কার্যালয়ে" কাজ করেন। এরপর থেকে তার দায়িত্ব বাড়তে থাকে; মাস্ক এর আগে টেসলার অস্টিন, টেক্সাসের বিশাল কারখানা নির্মাণে আফশারের নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছিলেন।

তবে এর কিছুদিন পরেই আফশার সমস্যায় পড়েন। ২০২২ সালে তিনি একটি অভ্যন্তরীণ তদন্তের বিষয় হন। অভিযোগ ছিল, মাস্কের চাওয়া একটি কাঁচের ভবনের জন্য বিশেষ উপকরণ কেনার একটি পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। ২০২৩ সালে বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উভয়ই ওই কেনাকাটা নিয়ে তদন্ত শুরু করে।


ছবিঃটেসলা (ইন্টারনেট হতে সংগৃহীত) 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন