Monday, January 19, 2026

টাইব্রেকারে নাটকীয় জয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি


ছবিঃ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল জয়ের পর সতীর্থদের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরছেন প্যারিস সেন্ট–জার্মেইনের নুনো মেন্ডেস। (সংগৃহীত । রুলা রুহানা/রয়টার্স)

স্টাফ রিপোর্ট: PNN 

কাতারে অনুষ্ঠিত ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে শিরোপা জিতেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট–জার্মেইন (পিএসজি)। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১–১ সমতায় থাকলে টাইব্রেকারে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইউরোপের চ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক ছিলেন পিএসজির ব্যাক–আপ গোলরক্ষক মাতভেই সাফোনভ, যিনি চারটি পেনাল্টি ঠেকিয়ে দলকে ঐতিহাসিক সাফল্য এনে দেন।

বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধের শেষ দিকে পিএসজিকে এগিয়ে দেন খভিচা কভারাতস্কেলিয়া। ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক আগুস্তিন রসির ভুল থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সহজ ট্যাপ–ইনে গোল করেন জর্জিয়ার এই ফরোয়ার্ড। তবে দ্বিতীয়ার্ধে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে জর্জিনিও গোল করলে ম্যাচে ফেরে ব্রাজিলিয়ান ক্লাবটি।

এর আগে ম্যাচের শুরুতেই পিএসজি একটি গোলের উদ্‌যাপন করলেও ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়। ম্যাচের বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে আর কোনো গোল হয়নি।

টাইব্রেকারে শুরু থেকেই দৃঢ়তা দেখান সাফোনভ। নিয়মিত গোলরক্ষক লুকাস শেভালিয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় একাদশে সুযোগ পাওয়া এই রুশ গোলকিপার একের পর এক শট ফিরিয়ে দেন। পিএসজির দুই খেলোয়াড় পেনাল্টি মিস করলেও সাফোনভের দুর্দান্ত নৈপুণ্যে শেষ পর্যন্ত শিরোপা পিএসজির হাতেই ওঠে।

ম্যাচ শেষে পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জাইর–এমেরি বলেন, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দল দারুণ লড়াই করেছে এবং এই জয় গর্বের। কোচ লুইস এনরিকে বলেন, ২০২৫ সালটি পিএসজির জন্য অবিস্মরণীয়। এক বছরে ছয়টি ট্রফি জয় ইতিহাস গড়ার শামিল।

এই জয়ের মাধ্যমে পিএসজি চলতি বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ, কুপ দ্য ফ্রান্স, উয়েফা সুপার কাপ, ত্রফে দে শঁপিয়নসের পর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপও নিজেদের দখলে নিল। ইউরোপীয় ক্লাব ফুটবলে তাদের আধিপত্য আরও একবার প্রমাণিত হলো কাতারের এই ফাইনালে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন