Monday, January 19, 2026

আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন মোস্তাফিজ, নিউজিল্যান্ড সফরের ওয়ানডে খেলাই অগ্রাধিকার


ছবিঃ কলকাতার গ্রাফিকসে মোস্তাফিজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আইপিএল নিলামে বড় অঙ্কের দর কষাকষির পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই মোটা অঙ্কের চুক্তি হলেও পুরো মৌসুমজুড়ে বাঁহাতি এই পেসারকে পাচ্ছে না কলকাতা। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলের মাঝপথে সাময়িকভাবে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে।

আগামী বছরের এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। এই সিরিজের ওয়ানডে অংশ খেলতে প্রায় আট দিনের জন্য বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ। মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।

বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সমীকরণ এখনো পুরোপুরি নিরাপদ নয়। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ নয়ে থাকতে হবে, যেখানে বর্তমানে বাংলাদেশ রয়েছে দশ নম্বরে। এ অবস্থায় ওয়ানডে ফরম্যাটে কোনো ধরনের ছাড় দিতে নারাজ বোর্ড।

নাজমূল আবেদীন বলেন, ওয়ানডে ক্রিকেটে প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল যদি র‍্যাঙ্কিংয়ে স্বস্তিদায়ক অবস্থানে থাকত, তাহলে হয়তো আইপিএলের জন্য মোস্তাফিজকে পুরো সময়ের ছাড়পত্র দেওয়া যেত। কিন্তু বর্তমান বাস্তবতায় তা সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএল শুরু হবে ২৬ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩১ মে। দীর্ঘ সময় টি–টোয়েন্টি ক্রিকেট খেলে হঠাৎ ওয়ানডে সিরিজে মাঠে নামা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কি না এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলে ফেরায় তার পারফরম্যান্স আরও ইতিবাচক হতে পারে।

তার মতে, মোস্তাফিজ দলের অন্যতম বড় শক্তি। গুরুত্বপূর্ণ সময়ে তাকে দলে পাওয়া মানেই বাংলাদেশের বোলিং আক্রমণ আরও ধারালো হওয়া। সব দিক বিবেচনায় নিয়েই জাতীয় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

ফলে বড় অঙ্কের আইপিএল চুক্তির মাঝেও জাতীয় দলের প্রয়োজনে মোস্তাফিজকে সাময়িকভাবে ছাড় দিতে হচ্ছে কলকাতাকে যা আবারও প্রমাণ করছে, বাংলাদেশের বিশ্বকাপ লক্ষ্য পূরণে বোর্ড কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন