- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইউটিউবার থেকে পেশাদার বক্সার হওয়া জেক পল আবারও আলোচনার কেন্দ্রে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে দুইবারের ইউনিফায়েড হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্থনি জশুয়ার বিপক্ষে রিংয়ে নামছেন তিনি। ক্যারিয়ারের এই লড়াইটিকে জেক পলের জন্য এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
এক বছরের বেশি সময় পর বক্সিংয়ে ফিরছেন জশুয়া। দীর্ঘ বিরতি ও অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তিনি এই ম্যাচে নামলেও বাজির দরে স্পষ্ট ফেভারিট ব্রিটিশ এই হেভিওয়েট। উচ্চতা, ওজন এবং অভিজ্ঞতায় জশুয়ার এগিয়ে থাকা তাকে ম্যাচের আগেই সুবিধাজনক অবস্থানে রেখেছে।
লড়াইটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৯ ডিসেম্বর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে (গ্রিনিচ মান সময় শনিবার ভোর সাড়ে ৩টা) দুই বক্সারের রিংয়ে ওঠার কথা। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামির কাসেয়া সেন্টার, যেখানে বক্সিং ম্যাচে প্রায় ২০ হাজার দর্শক বসতে পারেন।
পুরো ফাইট কার্ডটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স। আলাদা কোনো মূল্য ছাড়াই সাবস্ক্রাইবাররা এই ম্যাচ উপভোগ করতে পারবেন।
জেক পল সাধারণত ক্রুজারওয়েট বিভাগে লড়াই করেন, তবে এই ম্যাচে তাকে হেভিওয়েট জশুয়ার মুখোমুখি হতে হচ্ছে। পল জানিয়েছেন, গতি ও ফুটওয়ার্কই হবে তার মূল শক্তি। তার দাবি, পঞ্চম রাউন্ডে নকআউটের মাধ্যমেই তিনি সবাইকে চমকে দেবেন।
অন্যদিকে জশুয়া বলছেন, কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না। তার ভাষায়, “আমি তাকে সম্মান করি, তবে রিংয়ে ঢুকলে নিজের কাজটা ঠিকই করব।”
এই লড়াইয়ের পারিশ্রমিক নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন সূত্র বলছে, এটি হতে পারে দুজনেরই ক্যারিয়ারের সবচেয়ে বড় আর্থিক চুক্তি। মোট ফাইট পার্স কয়েকশ মিলিয়ন ডলার ছুঁতে পারে বলে গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিক অঙ্ক প্রকাশ হয়নি।
সহ-মেইন ইভেন্টে নারীদের সুপার ফেদারওয়েট বিভাগে যুক্তরাষ্ট্রের অ্যালিসিয়া বাউমগার্ডনার কানাডার লেইলা বিউডোইনের বিপক্ষে নিজের দুটি বিশ্ব শিরোপা (আইবিএফ ও ডব্লিউবিও) রক্ষায় লড়বেন।
সব মিলিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা বনাম অভিজ্ঞ বিশ্বচ্যাম্পিয়নের এই দ্বৈরথ বক্সিং দুনিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জেক পল সত্যিই বিশ্বমানের প্রতিযোগী, নাকি আলোচনার বাইরে কিছু নন সে প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।