- ১৩ অক্টোবর, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে রান তাড়া করতে গিয়ে এক ভয়াবহ ব্যাটিং ধসের শিকার হয়েছে বাংলাদেশ। মাত্র ২৭ বলের ব্যবধানে ৫ রানে ৭ উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসে এক লজ্জাজনক রেকর্ড গড়েছে টাইগাররা। ১০০/১ থেকে মুহূর্তেই দলের স্কোর দাঁড়ায় ১০৫/৮, যা ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর ক্ষেত্রে সর্বনিম্ন রানের ব্যবধানে উইকেট হারানোর রেকর্ড।
ম্যাচের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। ১৬.২ ওভারেই দলীয় শত রান পেরিয়ে গিয়েছিল, হারিয়েছিল মাত্র ১ উইকেট। তানজিদ হাসান তামিম ব্যাটিং করছিলেন। নাজমুল হোসেনের রানআউট হওয়ার আগ পর্যন্ত সবকিছুই বাংলাদেশের নিয়ন্ত্রণে মনে হচ্ছিল। কিন্তু এরপরই শুরু হয় বিপর্যয়। একের পর এক উইকেট পতন হয় যেন অবিশ্বাস্য দ্রুততায়।
তবে, ইনিংসের যেকোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে ৭ উইকেট হারানোর এটিই প্রথম রেকর্ড নয়। ওয়ানডে ইতিহাসে এর চেয়েও বাজে ৭ উইকেটের ধস আছে মাত্র একটি। ২০০৮ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ১২৪/৩ থেকে অলআউট হয়েছিল ১২৭ রানে—অর্থাৎ শেষ ৭ উইকেট হারিয়েছিল মাত্র ৩ রানে।
বাংলাদেশের ইনিংসে এমন ভয়াবহ ব্যাটিং ধস এবারই প্রথম ঘটল নয়। এর আগেও ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে এমন ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেই ম্যাচে মাত্র ৮ রানেই শেষ ৭ উইকেট হারিয়েছিল টাইগাররা। ৩ উইকেটে ৫০ রান থেকে ৫৮ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ, এবং ডিএল নিয়মে ৪৭ রানে হেরেছিল ম্যাচটি।
কলম্বোর এই ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হলো, যা দলের ব্যাটিং গভীরতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।