Friday, December 5, 2025

সুপার ওভারের নাটকে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল


ছবিঃ এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে রোমাঞ্চকর এক ম্যাচে ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ ‘এ’ দল। উত্থান–পতনে ভরা ম্যাচে শেষ মুহূর্তের ভুল, মিসড-ক্যাচ থেকে শুরু করে অবিশ্বাস্য ওয়াইড—সব মিলিয়ে উত্তেজনায় ভরা লড়াইয়ের জয়টি নিশ্চিত হলো ডানহাতি পেসার রিপন মণ্ডলের অসাধারণ বোলিংয়ে।

২০ ওভারের ম্যাচে শেষ ওভারের শেষ বলেই তৈরি হয় অঘটন। ভারতের দরকার ছিল ৪ রান। হার্শ দুবের সহজ ক্যাচ লং অনে ধরা হলেও, হতাশ ব্যাটসম্যান দৌড়ে নেন দ্বিতীয় রান। এদিকে উইকেটকিপার আকবর আলী স্টাম্প ভাঙতে গিয়ে ব্যর্থ হন—বল হাতে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেননি। কাছাকাছি কোনো ফিল্ডারও ছিল না। দুবের সহ-ব্যাটার তৃতীয় রান নিয়ে ফেলেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

এর আগেই আকবর ১৯তম ওভারে নেহাল ওয়াদেরার সহজ ক্যাচ ফেলেছিলেন। আরও বড় ভুল করেন জিশান আলম। ভারতের শেষ ৩ বলে ৮ রান প্রয়োজনের সময় বাউন্ডারি লাইনে একটি সহজ ক্যাচ মিস করার পর চারও ঠেকাতে পারেননি তিনি। ফলে ম্যাচের উত্তেজনা চরমে ওঠে।

টাই হওয়া ম্যাচের সুপার ওভারে বল হাতে আসেন রিপন মণ্ডল। প্রথম বলেই ইয়র্কারে ভারত অধিনায়ক জিতেশ শর্মাকে বোল্ড করেন তিনি। পরের বল লফট করতে গিয়ে কাভারে ক্যাচ তুলে দেন আশুতোষ শর্মা। মাত্র দুই বলেই ভারত অলআউট হয়ে যায় ০ রানে।

বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র ১ রান।

তবে এখানেও নাটক থামেনি। প্রথম বলে ইয়াসির আলী লং–অনে ক্যাচ দিয়ে আউট। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নামেন অধিনায়ক আকবর আলী। নেমেই পেলেন সুয়াশ শর্মার দেওয়া ওয়াইড—এক রানেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। অপ্রত্যাশিত এই ‘উপহার’ পেয়ে দুই হাত তুলে প্রার্থনাতেও মেতেছিলেন আকবর।

এর আগে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের চমৎকার সংগ্রহ গড়ে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান ৪৬ বলে ৬৫ রান করেন (৩ চার, ৫ ছক্কা)। শেষ দিকে তাণ্ডব চালান এস এম মেহরব—মাত্র ১৮ বলে ৬ ছক্কা ও ১ চার মেরে অপরাজিত ৪৮।

১৯তম ওভারে ২৮ এবং ২০তম ওভারে ২২ রান পেয়ে বাংলাদেশের স্কোর দুই শ’র কাছাকাছি পৌঁছায়।

তাড়া করতে নেমে ভারতও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করে। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৩) ও প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৪) আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ মুহূর্তে বাংলাদেশের বোলাররা দৃঢ়তা দেখান।

১৯তম ওভারে রিপন মাত্র ৫ রান দিয়ে নেন ১ উইকেট। রাকিবুল হাসান শেষ ওভারে ১২ রান দিলেও পঞ্চম বলে উইকেট তুলে ম্যাচকে টাইতে নিয়ে যান।

আগামী রোববারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ দল: ১৯৪/৬ (হাবিবুর ৬৫, মেহরব ৪৮*, জিশান ২৬; গুরজাপনীত ২/৩৯)

ভারত ‘এ’ দল: ১৯৪/৬ (প্রিয়াংশ ৪৪, সূর্যবংশী ৩৮, জিতেশ ৩৩; রাকিবুল ২/৩৯, আবু হায়দার ২/৪৪)

ফল: বাংলাদেশ সুপার ওভারে জয়ী

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন