Tuesday, October 14, 2025

সুপার ফোরে সতেজ রাখার পরামর্শ গাভাস্কারের, ফাইনালের জন্য বুমরাহকে বিশ্রাম দেওয়ার আহ্বান


ফাইল ছবিঃ ভারত ও পাকিস্তান দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হওয়ার পর আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। তবে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার সুপার ফোরকে ততটা গুরুত্বপূর্ণ মনে করছেন না। তাই তিনি দলের গুরুত্বপূর্ণ স্পিনার জসপ্রিত বুমরাহকে ফাইনালের জন্য সতেজ রাখার উদ্দেশ্যে এখনই বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন।

গাভাস্কার মনে করেন, ভারতের পরবর্তী ম্যাচ ওমানের বিপক্ষে হলেও বুমরাহকে খেলানো উচিত নয়। পাকিস্তানের সঙ্গে সুপার ফোরের লড়াইয়েও তাকে বিশ্রামে রাখা উচিত। সনি স্পোর্টস নেটওয়ার্ককে তিনি বলেন, “আগামীকালের ম্যাচে তাকে না খেলিয়ে পুরোপুরি ফাইনালের জন্য প্রস্তুত রাখা উচিত।”

তিনি আরও বলেছেন, বুমরাহকে বিশ্রামে রাখার কারণে দলের একজন বেঞ্চ খেলোয়াড়কে নামাতে হতে পারে, তবে এটি ভারতের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে প্রয়োজনীয়।

ব্যাটিং অর্ডার সম্পর্কেও গাভাস্কার কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “ভারত প্রথমে ব্যাটিং করুক। ওপেনিং জুটি অপরিবর্তিত থাকুক। হয়তো তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিচে নামানো যেতে পারে। এতে তিলক ভার্মা ক্রিজে সময় পাবে এবং সঞ্জু স্যামসনও সুযোগ পাবেন।”

গাভাস্কারের মতে, এই পরিকল্পনা শুধু পাকিস্তানের বিপক্ষে নয়, সুপার ফোরের শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচের জন্যও ব্যাটারদের প্রস্তুতিতে সহায়ক হবে। তবে বোলারদের জন্য এটি বেশি প্রযোজ্য নয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন