- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বসেরা দলের মর্যাদা অর্জন করা স্পেন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে যদি ইসরাইল অংশগ্রহণ করে, তাহলে স্পেন টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহারের পথ বেছে নিতে পারে বলে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মারকা জানিয়েছে, বুধবার কংগ্রেসে সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র পাৎসি লোপেজ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ইসরাইল এখন স্থলপথে গাজা উপত্যকা দখল করছে। আমাদের নীরবতা মানে হবে এই বর্বরতায় সহযোগী থাকা।”
লোপেজ আরও বলেন, “ক্ষুধায় কাতর মানুষ খাবার খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হচ্ছে, শিশুদের প্রাণহানি হচ্ছে, শহরগুলো ধ্বংস হচ্ছে—শুধু ধনীদের স্বপ্ন পূরণের জন্য। পুরো একটি জাতিকে নিশ্চিহ্ন করা হচ্ছে—এটাই গণহত্যা।”
স্পেনের এই সিদ্ধান্ত বিশ্বকাপের রাজনীতিক প্রেক্ষাপটেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইসরাইলের অংশগ্রহণ নিশ্চিত হলে।