- ১৩ অক্টোবর, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের দলে ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও, ঘোষিত স্কোয়াডে তার নাম না থাকায় ক্রিকেট মহলে চলছে আলোচনা। গতকাল প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলার পরও সোহানের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই বিষয়ে বলেন, "সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।" লিপু ইঙ্গিত দিয়েছেন যে, লিটন দাসের সাম্প্রতিক ফর্ম এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব তার ওয়ানডে দলে অন্তর্ভুক্তিকে প্রভাবিত করেছে।
গতকাল চট্টগ্রামে ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নুরুল হাসান সোহান। ভালো পারফরম্যান্সের পরও দলে সুযোগ না হওয়ায় তিনি বলেন, "যদি নিয়মিত হতে পারতাম দলে তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্য এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা! অবশ্যই আক্ষেপটা থাকবে।"
জাতীয় দলের হয়ে খেলার আকাঙ্ক্ষা প্রকাশ করে সোহান আরও বলেন, "জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলবো না।"
সোহানের এমন মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, নিয়মিতভাবে জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে তার হতাশা রয়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তার সাম্প্রতিক ভালো পারফরম্যান্স সত্ত্বেও কেন তাকে বিবেচনায় নেওয়া হলো না এবং দল নির্বাচকদের সিদ্ধান্ত কতটা যৌক্তিক।
নুরুল হাসান সোহান ছবিঃইন্টারনেট হতে সংগৃহীত ছবিঃ মানবজমিন