Sunday, January 11, 2026

সমালোচনার মুখে গ্রোকের ছবি তৈরির সুবিধা সীমিত করল এক্স


প্রতীকী ছবিঃ গ্রোক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পর ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই তাদের চ্যাটবট গ্রোকের ছবি তৈরির সুবিধা সীমিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এখন থেকে শুধুমাত্র অর্থপ্রদানকারী গ্রাহকরাই গ্রোক ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করতে পারবেন।

শুক্রবার ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে গ্রোক নিজেই জানায়, এক্স প্ল্যাটফর্মে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা কেবল সাবস্ক্রিপশনধারীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে এই সীমাবদ্ধতা গ্রোকের আলাদা অ্যাপে এখনো কার্যকর হয়নি। প্রকাশের সময় পর্যন্ত ওই অ্যাপে বিনা মূল্যে ছবি তৈরির সুযোগ পাওয়া যাচ্ছিল।

এর আগে গ্রোকের ছবি তৈরির ফিচারটি নির্দিষ্ট দৈনিক সীমার মধ্যে সবার জন্য উন্মুক্ত ছিল। এতে ব্যবহারকারীরা যেকোনো ব্যক্তির ছবি আপলোড করে সেটিকে সম্পাদনা করতে বা কৃত্রিমভাবে যৌন উত্তেজক ও নগ্ন রূপে তৈরি করতে পারছিলেন। এর ফলে সম্মতি ছাড়াই শিশু, অভিনেতা, মডেল ও পরিচিত ব্যক্তিদের যৌনভাবে বিকৃত ছবি তৈরির ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

এই পরিস্থিতিতে এক্স এবং ইলন মাস্ক প্রকাশ্যে গ্রোকের অপব্যবহারের নিন্দা জানান। তারা বলেন, অবৈধ কনটেন্ট প্রকাশের বিরুদ্ধে এক্সের নীতিমালাই বহাল থাকবে। ইলন মাস্ক এক বার্তায় জানান, গ্রোক ব্যবহার করে কেউ যদি অবৈধ কনটেন্ট তৈরি করে, তবে সেটি সরাসরি আপলোড করার মতোই শাস্তির মুখে পড়তে হবে।

গ্রোকের এই সুবিধা নিয়ে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতসহ একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি এক্সএআইকে গ্রোক সংক্রান্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ভারতের যোগাযোগ মন্ত্রণালয় এক্সকে অবিলম্বে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেয়, নচেৎ দেশটিতে প্ল্যাটফর্মটির আইনি সুরক্ষা বাতিলের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে। যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাও বিষয়টি নিয়ে এক্সএআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই ধরনের অপব্যবহার রোধে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আরও কঠোর নিয়ন্ত্রণ ও নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন