Tuesday, October 14, 2025

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, সাকিবের পোস্টে রাজনৈতিক বিতর্ক


ফাইল ছবিঃ আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন আপা,” এবং পোস্টে তার সঙ্গে হাসিনার একটি ছবি শেয়ার করেছেন।

তবে সাকিবের এই পোস্টের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাল্টা পোস্ট দিয়ে মন্তব্য করেছেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।” এরপর সাকিবও নিজের জবাব দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশের জন্য খেলতে না পারার আফসোস ব্যক্ত করেছেন।

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সাকিবকে নেটিজেনরা তীব্র সমালোচনা করেছেন। কেউ তাকে ‘আওয়ামী দোসর’ বা ‘দালাল’ বলে অভিহিত করেছেন, কেউবা প্রশ্ন তুলেছেন গণহত্যাকারী হিসেবে পরিচিত ব্যক্তির জন্য এত দয়া কেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন