- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
নবমবারের মতো পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতলেও ভারতের ক্রিকেট দল ট্রফি গ্রহণের সময় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দুবাইয়ে রোববার অনুষ্ঠিত ফাইনালে ৫ উইকেটে জয়ী হওয়ার পর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা প্রকাশ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। এর পর নাকভি নিজে ট্রফি ও পদক নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন।
বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া জানিয়েছেন, নাকভির এমন আচরণ ক্রীড়াসুলভ নয় এবং তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবেন। এশিয়া কাপ জুড়ে নাকভিকে ঘিরে একাধিক বিতর্ক দেখা গেছে, যার মধ্যে হ্যান্ডশেক বিতর্ক ও ভারতীয় সমর্থকদের প্রতি ব্যঙ্গমূলক ভিডিও পোস্ট অন্তর্ভুক্ত।
ফাইনালে ভারতের জয় এসেছে কুলদীপ যাদব ও তিলকরের ব্যাটিংয়ে, তবে ট্রফি বিতর্ক জয়ের আনন্দকে ছায়া দিয়েছে।