Tuesday, October 14, 2025

‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ শ্লোগানে শুরু হচ্ছে দশম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস


প্রতীকী ছবিঃ সাইবার নিরাপত্তা সচেতন মাস (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আগামীকাল বুধবার থেকে বাংলাদেশে দশম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস শুরু হচ্ছে, যেখানে শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করা হবে। ২০১৬ সাল থেকে এই কর্মসূচি চালাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ)।

কর্মসূচিতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি, প্রযুক্তি প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্ক, স্মার্ট ডেটা টেকনোলজিস এবং ফাইবার এট হোম পৃষ্ঠপোষকতা করছে। এছাড়া সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি) এর সহযোগিতায় দেশজুড়ে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অক্টোবর মাসে প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ভিত্তিক প্রচারণা চালানো হবে—প্রথম সপ্তাহে পাসওয়ার্ড ব্যবস্থাপনা, দ্বিতীয় সপ্তাহে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, তৃতীয় সপ্তাহে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, এবং চতুর্থ সপ্তাহে সন্দেহজনক লিংকে ক্লিক না করার বিষয়।

ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও যে কোনো ব্যক্তি এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন