Tuesday, October 14, 2025

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: এক ম্যাচের দুই অর্ধে দুই মাঠ, বিতর্কের ব্যাখ্যা দিলেন সাফ সাধারণ সম্পাদক


ছবিঃ নারী ফুটবল টিম (সংগৃহীত । ইন্টারনেট )

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার এক ম্যাচের দুই অর্ধে দুটি ভিন্ন মাঠে খেলা অনুষ্ঠিত হওয়ার বিরল ঘটনা নিয়ে ফুটবল অঙ্গনে যে প্রশ্ন উঠেছিল, তার ব্যাখ্যা দিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর ভারী বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় তিন ঘণ্টা বিরতি দিয়ে পরের অর্ধ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অনুষ্ঠিত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন ঘটনা এটাই প্রথম।

"বেলা ৪টা ২ মিনিটে (দ্বিতীয় অর্ধে খেলা শুরুর নির্ধারিত সময়) আধ ঘণ্টা খেলা বিলম্ব ঘোষণা করা হয়। মাঠ পর্যবেক্ষণের পর আরেক দফা আধ ঘণ্টা বিলম্ব হয়। এরপরও খেলা শুরু না হওয়ায় বাইলজ অনুযায়ী খেলা পরিত্যক্ত ঘোষণা হয়।" তিনি জানান, ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সাফ অংশগ্রহণকারী দুই দল, রেফারি ও ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে খেলার বাকি অংশের নতুন সময় ও ভেন্যু নির্ধারণ করেছে।

টুর্নামেন্টের বাইলজের ১৬ নম্বর অনুচ্ছেদে ম্যাচ পরিত্যক্তের বিষয় বর্ণনা করা আছে। ১৬.১ এর 'এ' এবং 'বি' ধারায় বলা আছে যে, আধ ঘণ্টা করে দুই দফা খেলা স্থগিতের পর রেফারি পরিত্যক্ত ঘোষণা করবেন। এরপর ১৬.২ ধারায় রয়েছে, "ম্যাচ পরিত্যক্ত ঘোষণার দুই ঘণ্টার মধ্যে খেলার ফলাফল কিংবা খেলা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে সাফ স্পোর্টিং এবং সাংগঠনিক দিক বিবেচনা করে।"

বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃষ্টিতে পানি জমে থাকায় বিকেল পাঁচটার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। তখন সাফ ম্যাচ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ভেন্যু বদল ও নতুন সূচি ঠিক করে। আন্তর্জাতিক ফুটবলে ভেন্যু বদলের বিষয়টি সেভাবে সিদ্ধ ও প্রচলিত নয়। এ নিয়ে সাফ সাধারণ সম্পাদক মন্তব্য করেন, "এএফসির সঙ্গে আমি আলোচনা করেছি। এএফসি বলেছে তাদের এ রকম বিধান নেই এবং তারা কখনো এ রকম করেনি। তবে এটা জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় সাফ কিংবা আয়োজকরা দলের সম্মতিতে করতে পারে। আমরা যা করেছি সেটা রেফারি, ম্যাচ কমিশনার ও দুই দলের সম্মতিতেই।"

প্রাকৃতিক কিংবা নানা কারণে খেলা পরের দিন বা টুর্নামেন্টের শেষেও অনুষ্ঠিত হয়। তবে সাফ অ-২০ টুর্নামেন্টের ঠাসা সূচি গতকাল বিকল্প ভেন্যুতে বাকি অর্ধেক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আরেকটি কারণ। ক্যাটেল বলেন, "দুই দলই যথেষ্ট আন্তরিক ছিল। কারণ কাল ম্যাচের বাকি অংশ না খেললে আজ খেলতে হতো। আবার আগামীকাল আরেকটি পূর্ণাঙ্গ ম্যাচ। দুই দলের জন্যই অনেক কষ্টকর হতো। আবার যদি গতকালকের এই খেলা একেবারে পরে খেলানো হতো তাহলে ফ্লাইট ও হোটেল নানা ইস্যু ছিল। সব কিছু বিবেচনা করেই এভাবে খেলাটি শেষ করা হয়েছে।"

জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর এখন বৃষ্টিতে পানি জমে না। অথচ বাফুফে জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু না করে কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন করছে, যা উদ্ভুত পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের আলোচনাকে জোরালো করেছে। এই প্রসঙ্গে সাফ সম্পাদক বলেন, "এটা বাফুফের ওপর। তারা চাইলে আমাদের কাছে আবেদন বা প্রস্তাব করতে পারে। আমরা তখন নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।"

সূচি অনুযায়ী, আগামীকাল (১৭ জুলাই) দুটি ম্যাচ রয়েছে। সাফ অ-২০ নারী টুর্নামেন্ট পরিচালনা করতে আসা দুই ম্যাচ কমিশনার আজ কিংস অ্যারেনা ও অনুশীলন গ্রাউন্ড পরিদর্শন করবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আগামীকালের ম্যাচ ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বৃষ্টিতে কিংস অ্যারেনার মাঠ কাদাময় হয়ে পড়েছে। এতে দুটি ম্যাচ হওয়ায় মাঠের অবস্থা আরও খারাপ হয়েছে। কিংস অ্যারেনার পাশে অনুশীলন মাঠটিও ঘাসের, তবে সেখানে পানি না জমার কারণ সম্পর্কে কিংস অ্যারেনার মাঠ তত্ত্বাবধায়ক মো. ইয়াহিয়া ব্যাখ্যা করেন, "কিংস অ্যারেনা স্টেডিয়ামের মাঠটি পাঁচ বছরের বেশি পুরনো। প্রবল বর্ষণে টানা ম্যাচ হওয়ায় মাঠের পরিস্থিতি নাজুক হয়েছে। অনুশীলন মাঠটি নতুন ও খেলা না হওয়ায় এটি তুলনামূলক ভালো রয়েছে।"

কিংস অ্যারেনার মাঠের দুর্বলতা আগেই চিহ্নিত ছিল এবং সামান্য বৃষ্টিতেই মাঠ ভারী হয়ে যায়। কিংস কর্তৃপক্ষ ঘাস, মাটি উঠিয়ে সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সংস্কার হয়নি। বৃষ্টির মৌসুমে কিংস অ্যারেনায় আন্তর্জাতিক নারী টুর্নামেন্ট হওয়ায় এই পরিস্থিতিতে ফেডারেশন ও বসুন্ধরা কিংস বেশ সংকটে পড়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন