Tuesday, October 14, 2025

র‍্যাংকিংয়ে ঐতিহাসিক লাফ, বিশ্বমঞ্চের দোরগোড়ায় বাংলাদেশ নারী ফুটবল দল


ফাইল ছবিঃ নারি ফুটবল দল বাংলাদেশের (সংগৃহীত)

বাংলাদেশ নারী ফুটবল দল যেন ইতিহাস ছোঁয়ার এক অনন্য মুহূর্তে দাঁড়িয়ে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত নারী ফুটবলের র‍্যাংকিংয়ে রেকর্ড ২৪ ধাপ এগিয়ে এখন দলটির অবস্থান ১০৪ নম্বরে। রেটিংয়ে যুক্ত হয়েছে ৮০.৫১ পয়েন্ট—এটি বাংলাদেশের ইতিহাসে এক হালনাগাদে সর্বোচ্চ অগ্রগতি।

এই অসাধারণ অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্স। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশ পরপর হারিয়েছে বাহরাইন, স্বাগতিক মিয়ানমার এবং তাজিকিস্তানকে। এই টানা তিন জয়ের কল্যাণেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সাবিনারা।

এক নজরে অগ্রগতি:

  • আগের র‍্যাংকিং: ১২৮তম

  • বর্তমান র‍্যাংকিং: ১০৪তম

  • রেটিং পয়েন্ট বৃদ্ধি: ১০৯৯.৩৬ → ১১৭৯.৮৭

  • এক হালনাগাদে উন্নতি: ২৪ ধাপ

  • ফিফা র‍্যাংকিং প্রকাশের তারিখ: ৭ আগস্ট ২০২৫

২০১৭ সালে ১১ ধাপ এগিয়ে নিজের সর্বোচ্চ উন্নতির রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে লাল-সবুজের মেয়েরা। এই হালনাগাদে বিশ্বের আর কোনো দল এত বড় অগ্রগতি দেখাতে পারেনি।

বাংলাদেশ নারী দল এর আগে দুইবার র‍্যাংকিংয়ের ১০০তম অবস্থানে পৌঁছেছিল—২০১৩ ও ২০১৭ সালে। এবার সেই ইতিহাস গড়ার কাছাকাছি এসে পৌঁছেছে তারা। ১০০তম স্থানে ফিরতে হলে তাদের আরো অন্তত ৫ ধাপ অতিক্রম করতে হবে এবং অর্জন করতে হবে প্রায় ২৩ রেটিং পয়েন্ট।

৯৯তম অবস্থানে থাকা ডমিনিকান রিপাবলিকের রেটিং পয়েন্ট ১২০১.০৫। ফলে বাংলাদেশের সামনে রয়েছে চ্যালেঞ্জ, তবে সম্ভাবনার দরজাটিও এখন খুলে গেছে।

ফিফার পরবর্তী নারী র‍্যাংকিং প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ২০২৫। তার আগেই বাংলাদেশকে রেটিং সংগ্রহে মাঠে নামতে হবে—আরও কিছু বড় ম্যাচ জিতলেই রচিত হতে পারে নতুন ইতিহাস।

বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস ও দলের পারস্পরিক বোঝাপড়া ধরে রাখতে পারলে, শুধু র‍্যাংকিং-ই নয়, বিশ্বকাপের পথেও অনেক দূর এগিয়ে যেতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন