Wednesday, January 14, 2026

রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর বিদায়, দায়িত্বে আলভারো আরবেলোয়া


ছবিঃ রোববার সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে তোলা ছবিতে দেখা যাচ্ছে জাবি আলোনসোকে।(সংগৃহীত । আল জাজিরা । ফাদেল সেন্না / এএফপি / গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্ট: PNN 

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ প্রথম দলের কোচ হিসেবে জাবি আলোনসোর সঙ্গে পথচলা শেষ করেছে। সোমবার ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর দায়িত্বের অবসান ঘটানো হয়েছে। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের বি দলের কোচ আলভারো আরবেলোয়াকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের একদিন পর। সৌদি আরবে অনুষ্ঠিত ওই ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে আলোনসোর মেয়াদ শেষ হয়, যা আট মাসেরও কম সময় স্থায়ী ছিল।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, “রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রথম দলের কোচ হিসেবে তাঁর দায়িত্বের ইতি টানা হয়েছে। তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং সব সময় ক্লাবের মূল্যবোধ তুলে ধরেছেন। মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও সম্মান তিনি সব সময় পাবেন। রিয়াল মাদ্রিদ চিরকাল তাঁর ঘর হয়ে থাকবে।”

আলোনসো ও তাঁর কোচিং স্টাফের পরিশ্রম ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানানো হয়েছে বিবৃতিতে।

জানা গেছে, আলোনসোর অধীনে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় চাপ বাড়ছিল। ভিনিসিয়ুস জুনিয়রের মতো কয়েকজন তারকা খেলোয়াড়ের সঙ্গে মতবিরোধের খবরও গণমাধ্যমে উঠে আসে। এমনকি ড্রেসিংরুমে তাঁর প্রভাব কমে যাওয়ার কথাও প্রচারিত হয়। লা লিগার মাঝপথে রিয়াল বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

নতুন কোচ আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্লাবের হয়ে তিনি আটটি শিরোপা জেতেন, যার মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা শিরোপা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তিনি স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের অংশ ছিলেন।

গত জুন থেকে আরবেলোয়া রিয়ালের বি দল পরিচালনা করছিলেন। এর আগে তিনি ক্লাবের যুব দলগুলোর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, জাবি আলোনসো গত মে মাসে বড় প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন এবং তাঁর চুক্তি ছিল ২০২৮ সালের জুন পর্যন্ত। তার আগে বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে তিনি ইতিহাস গড়ে দলটিকে জার্মান বুন্ডেসলিগা ও কাপ—দুটিই জিতিয়েছিলেন। খেলোয়াড় হিসেবে আলোনসো ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে ছয়টি শিরোপা জিতেছিলেন এবং স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয় করেন।

রিয়াল মাদ্রিদে নতুন অধ্যায়ের শুরু হলো আরবেলোয়ার হাত ধরে—এখন দেখার বিষয়, সাবেক এই ডিফেন্ডার ক্লাবটিকে কতটা দ্রুত ঘুরে দাঁড় করাতে পারেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন