Tuesday, October 14, 2025

রিজানের অলরাউন্ড নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা বাংলাদেশের যুবাদের


ছবিঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল(সংগৃহীত)

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ব্যাটে ৯৫ রানের ইনিংসের পর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠেছেন রিজান হোসেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টপ অর্ডারের দ্রুত উইকেট হারানোর পর ইনিংস গুছিয়ে নেন রিজান ও কালাম সিদ্দিকী আলীন। রিজানের ঝোড়ো ৯৫ রানের সঙ্গে আলীনের ৬৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করে ৫ উইকেটে ২৬৯ রান। সহায়ক ভূমিকা রাখেন মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮)। প্রোটিয়াদের হয়ে বান্দিলে বাথা দুটি উইকেট নেন।

২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। রিজানের ঘূর্ণি ও আল ফাহাদের গতি সামলাতে হিমশিম খায় তারা। রিজান ৩৪ রানে নেন ৫ উইকেট, আল ফাহাদ তুলে নেন ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রান আসে আদনান লাগাদ্বিয়েনের ব্যাট থেকে, আর জেসন রোলস করেন ৩৫ রান। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

অলরাউন্ড কৃতিত্বের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন রিজান হোসেন, যিনি ব্যাট ও বল হাতে সমানতালে দলের শিরোপা নিশ্চিত করেন। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন