Tuesday, October 14, 2025

গাজায় ইসরাইলি আগ্রাসনের ৬৭৪তম দিন: দুর্ভিক্ষ ও হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে


ছবিঃপ্যালেস্টিনীয়রা গাজা সিটির শুজাইয়া এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলার স্থলে আহত এক ব্যক্তিকে বহন করছে (সংগৃহীত । রয়টার্স )

গাজার অবরুদ্ধ জনগোষ্ঠীর ওপর ইসরাইলি আগ্রাসন টানা ২২ মাস ধরে অব্যাহত রয়েছে। রোববার এ হামলার ৬৭৪তম দিনে পৌঁছায়। শুধু সামরিক হামলাই নয়, সর্বাত্মক অবরোধের কারণে খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে, যা এখন ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অনাহারে ইতিমধ্যে অন্তত ২১৭ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১০০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও পাঁচজন, দুইজন শিশু সহ।

শুধু দুর্ভিক্ষ নয়, ইসরাইলি হামলাও একইভাবে চলমান। গত এক দিনে ইসরাইলি বিমান ও স্থল হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন এবং আহত হয়েছেন ৩৬৩ জন। ২২ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৩০ এবং আহত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২১৩ জন।

এদিকে ত্রাণ কেন্দ্রে খাবার নিতে যাওয়া সাধারণ মানুষও ইসরাইলি হামলার শিকার হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় এমন ঘটনায় ৩৫ জন নিহত এবং ৩০৪ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজার ৭৭৮ জন এবং আহত হয়েছেন ১২ হাজার ৮৯৪ জন।

রোববার সকালে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হন, যার মধ্যে ২৩ জন ছিলেন ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহে যাওয়া মানুষ।

ইসরাইলি আগ্রাসন ও গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের তেল আবিবসহ একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবি জানান। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজনকে আটক করা হয়।

গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্রিটেন, তুরস্ক, সুইডেন, নেদারল্যান্ডস, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ম্যাসিডোনিয়াসহ বিভিন্ন দেশে মানুষ রাস্তায় নেমে গণহত্যা বন্ধের দাবি তুলেছে। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা ও আগ্রাসনবিরোধী প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এসময় ব্রিটিশ পুলিশ ৪৬৬ জনকে আটক করে, যারা প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সঙ্গে সংহতি জানাতে বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

এ পরিস্থিতিতে গাজার সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় রোববার সকাল ১০টায় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার অনুরোধে এ বৈঠক আহ্বান করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন