Tuesday, October 14, 2025

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ভবন ধসে প্রাণহানি


ছবিঃ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয়ের ভুমিকম্প (সংগৃহীত)

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অনুভূত এ কম্পনে অন্তত ১৬টি ভবন ও দুটি মসজিদের মিনার ধসে পড়ে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, এতে এক নারী নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর পরিমাপেও মাত্রা প্রায় সমান পাওয়া গেছে। কম্পন বালিকেসির ছাড়াও আশপাশের বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়, যা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, সিনদিরজি এলাকার একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বৃদ্ধা নারীকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। একই স্থান থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। অধিকাংশ ধসে যাওয়া ভবন পুরনো ও পরিত্যক্ত ছিল বলে জানা গেছে। আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন