- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করল বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে দৃঢ় রক্ষণে গড়া ওসাসুনার বিপক্ষে কঠিন ম্যাচে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় তুলে নেয় কাতালানরা। ম্যাচের শেষ ভাগে জোড়া গোল করে দলের নায়ক হয়ে ওঠেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।
এই জয়ের ফলে হান্সি ফ্লিকের দল ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনার লিড এখন সাত পয়েন্ট, যদিও রিয়ালের একটি ম্যাচ কম খেলেছে।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে তারা ২৪টি শট নেয়, যেখানে ওসাসুনার শট ছিল মাত্র তিনটি। তবে পাঁচ জনের রক্ষণভিত্তিক সাজানো ডিফেন্স এবং গোলরক্ষক সের্হিও হেরেরার দুর্দান্ত পারফরম্যান্সে দীর্ঘ সময় গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
২৩তম মিনিটে বার্সেলোনা এগিয়ে গেছে ভেবে উচ্ছ্বাসে মাতে দর্শকরা। কর্নার থেকে মার্কাস রাশফোর্ডের ক্রসে ফেরান তোরেসের হেড জালে জড়ালেও ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে গোল বাতিল হয়।
প্রথমার্ধের সেরা সুযোগ আসে ৪০তম মিনিটে। ডান প্রান্ত দিয়ে লামিনে ইয়ামালের দুর্দান্ত দৌড় ও নিখুঁত ক্রসে তোরেস ওভারহেড কিকে চেষ্টা করলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র—বার্সেলোনার একের পর এক আক্রমণ, আর ওসাসুনার দৃঢ় প্রতিরোধ। ফ্রি-কিক থেকে রাশফোর্ডের শটে হেরেরা আবারও নিজের দক্ষতা দেখান। ডান দিক দিয়ে ইয়ামাল নিয়মিত চাপ সৃষ্টি করলেও গোলের দরজা খুলছিল না।
অবশেষে ৭০তম মিনিটে প্রতীক্ষার অবসান। পেদ্রির মাঝমাঠ চিরে দেওয়া পাসে রাফিনিয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে জাল কাঁপান। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে বার্সেলোনা।
৮৬তম মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচের ফল নিশ্চিত করেন রাফিনহা । জুলস কুন্দের ডান দিকের ক্রস প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করলে ফাঁকায় থাকা রাফিনিয়া ভলিতে বল পাঠান ফাঁকা জালে।
ম্যাচ শেষে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্তিন বলেন, “ওসাসুনা খুবই সংগঠিত ছিল, তাদের ভাঙা সহজ ছিল না। কিন্তু ধৈর্য ধরে বলের দখল রাখলে গোল আসবেই—শেষ পর্যন্ত সেটাই হয়েছে।”
এই জয়ে আত্মবিশ্বাস আরও বাড়ল বার্সেলোনার, আর শিরোপা দৌড়ে তারা যে দৃঢ় অবস্থানে আছে, সেটিই আবার প্রমাণ হলো।