Tuesday, October 14, 2025

পুরোনো গানের সুর গুনগুন করলেই নাম বলে দেবে জেমিনি: গুগলের নতুন এআই সুবিধা


পুরোনো দিনের গানের সুর মনে থাকলেও গানের কথা বা শিল্পীর নাম ভুলে যাওয়াটা খুবই সাধারণ একটি সমস্যা। এর ফলে অনলাইনে সেই গান খুঁজে পেতে বেগ পেতে হয়। এই সমস্যার সমাধানে এবার নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন ভয়েস-সুবিধা চালু করেছে গুগল। এই নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা এখন কেবল গুনগুন করে গানের সুর গাইলেই জেমিনি সেই গানের নাম বলে দেবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, গুনগুন করে গান গেয়ে গানের নাম জানার জন্য জেমিনির অ্যান্ড্রয়েড সংস্করণে এই নতুন ভয়েস-সুবিধাটি চালু করা হয়েছে।

ব্যবহারকারীরা এখন কেবল "হোয়াট সং ইজ দিস?" প্রশ্ন করলেই জেমিনি একটি নতুন ইন্টারফেস দেখাবে। এরপর পছন্দের গানের সুর গুনগুন করে গাইলে বা গানের সুর শোনালে জেমিনি অনলাইন থেকে গানের নাম শনাক্ত করে জানিয়ে দেবে।

এই নতুন ফিচারটি গানপ্রেমীদের জন্য একটি দারুণ সমাধান নিয়ে এসেছে, যা তাদের পছন্দের পুরোনো গানগুলো সহজে খুঁজে পেতে সাহায্য করবে।


জেমিনিতে নতুন ভয়েস–সুবিধা চালু করেছে গুগল (ছবিঃরয়টার্স) 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন