Tuesday, October 14, 2025

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে এভারটনের কাছে দুইবার এগিয়ে থেকেও জয় হাতছাড়া করলো ম্যানচেস্টার ইউনাইটেড


ছবিঃ পর্তুগিজ ফুটবলার ব্রুনো ফার্নান্দেস (সংগৃহীত)

 প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে এভারটনের বিপক্ষে দুইবার লিড নিলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই সমান পারফরম্যান্স প্রদর্শন করেছে। দুই গোলের ড্রয়ে হতাশায় মাখা অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ সতীর্থদের তীব্র সমালোচনা করেছেন।

ইউনাইটেড যুক্তরাষ্ট্র সফরে গত দুই ম্যাচে ওয়েস্ট হ্যাম এবং বোর্নমাউথকে পরাজিত করেছে। এভারটনের বিপক্ষে জয় ছিল তাদের জন্য সম্ভব বলে ধারণা করা হচ্ছিল। ম্যাচের ১৯তম মিনিটে ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন। কিন্তু ৪০ মিনিটে ইলিমান এনদিয়ে সমতা ফেরান এভারটনকে।

ম্যাচের ৬৯ মিনিটে ম্যাসন মাউন্ট আবারও ইউনাইটেডকে লিড দেন। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৬ মিনিট পর আইদেন হিভেনের আত্মঘাতী গোলে এভারটন সমতা ফেরায়। এরপর আর গোলের দেখা পায়নি দুই দল।

ম্যাচ শেষে ফার্নান্দেজ বলেন, “আমরা এইভাবে ম্যাচ শেষ করতে চাইনি। আমাদের সেরাটাই খেলতে হবে, কিন্তু আজ তা হয়নি। খেলোয়াড়রা অলসতা দেখিয়েছে, যা আমাদের জন্য বিপদজনক। আমাদের দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন, নতুবা কঠিন মূল্য দিতে হবে।”

পর্তুগিজ তারকা আরও বলেন, “আমাদের খেলার মান অবশ্যই উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু এখনও কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারছি না। আমি কাউকে টার্গেট করে বলতে চাই না, তবে বর্তমান আর্থিক পরিস্থিতির মধ্যে ক্লাব যথাসাধ্য চেষ্টা করছে। নতুন খেলোয়াড়দের আরো সম্পৃক্ত করতে হবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন