- ১৩ অক্টোবর, ২০২৫
খেলার মাঠ মানেই যে কেবল গোল আর জয়-পরাজয়, তা নয়। এখানে ঘটে নাটক, ফিরে আসার গল্প, আর তৈরি হয় ইতিহাস। তেমনই দুই চমৎকার গল্প লিখেছে নারী ফুটবলের দুই দল—চীন ও ইংল্যান্ড। দুই দলই মহাদেশীয় শিরোপা জিতেছে নকআউট পর্বের প্রতিটি ম্যাচে পিছিয়ে পড়ার পর ফিরে এসে। এমন কীর্তি বিশ্ব ফুটবলে এর আগে দেখা গেছে মাত্র দু’বারই—এবং দুইবারই তা গড়েছে নারীরা।
২০২২ সালের নারী এশিয়ান কাপে চীনের প্রত্যাবর্তনের গল্প যেন রূপকথা।
কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩-১ জয়।
সেমিফাইনালে জাপানের বিপক্ষে দুইবার পিছিয়ে থেকেও সমতায় ফেরা, দ্বিতীয়বার ১১৯তম মিনিটে! টাইব্রেকারে জয় নিশ্চিত করে।
আর ফাইনালে তো রীতিমতো নাটকীয় চূড়ান্ত দৃশ্য!
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এসে আসে প্রথম গোল, এরপর ৭২ মিনিটে সমতা। অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় শিয়াও ইউইয়ের দুর্দান্ত গোলে চীন পায় শিরোপার স্বাদ।
২০২৫ নারী ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পথটিও কম নাটকীয় ছিল না। প্রতিটি নকআউট ম্যাচেই পিছিয়ে থেকে জিতে শেষ পর্যন্ত শিরোপা।
কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে ৭৮ মিনিটে ০-২ পিছিয়ে ছিল। মাত্র ৩ মিনিটে ২ গোল করে ম্যাচে ফিরে আসে, অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে জিতে।
সেমিফাইনালে ইতালির বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া, আর সমতায় ফেরে অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে। ১১৯তম মিনিটে ক্লোয়ি কেলির গোল ইংল্যান্ডকে ফাইনালে নিয়ে যায়।
ফাইনালে স্পেন ২৫ মিনিটেই এগিয়ে যায়। কিন্তু ৫৭ মিনিটে ইংল্যান্ড সমতায় ফেরে। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে, আর টানা দ্বিতীয়বার ইউরো শিরোপা তোলে মাথায়।