Tuesday, October 14, 2025

পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা জর্দি আলবার


ছবিঃ লিওনেল মেসি ও জর্দি আলবা। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ইন্টার মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে আলবা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় জানান, "সত্যিই জীবনের একটি অর্থবহ অধ্যায় শেষ করার সময় এসেছে। মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।"

তার এই ঘোষণায় আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় আলবা ও মেসি পাঁচটি লা লিগা, পাঁচটি কোপা দেল রে এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন।

ভিডিও বার্তায় মেসি লিখেছেন, "ধন্যবাদ জর্দি। তোমাকে অনেক মিস করব। এত বছর একসঙ্গে খেলেছি। এখন বাঁ দিকে তাকালে তোমাকে না পেলে অদ্ভুত লাগবে। কত গোলে আমাকে তুমি অ্যাসিস্ট করেছ। কে এখন আমাকে পাস দেবে?"

অন্যদিকে ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেজ মন্তব্য করেছেন, "দারুণ একজন মানুষ তুমি। পরবর্তী সময়টা উপভোগ করো।"

আলবা বলেন, তার নতুন অধ্যায় শুরু করার এবং পরিবার নিয়ে সময় কাটানোর সঠিক মুহূর্ত এটাই। ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আলবা ইন্টার মায়ামিতে খেলে খুশি এবং দলের সাফল্যের অংশ হতে পেরে কৃতজ্ঞ।

ইন্টার মায়ামির হয়ে আলবা এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন, যেখানে ১৪ গোল এবং ২৮টি অ্যাসিস্ট রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি তার সাবেক সতীর্থ সার্জিও বুসকেতসও এবারের এমএলএস শেষে অবসরের ঘোষণা দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন